পোস্টগুলি

২৭ জুন লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

পিটি ঊষার জন্মদিন

পিটি ঊষার জন্মদিন ১৯৬৪ সালের ২৭ জুন, পিটি ঊষার জন্মদিন। তাঁর পুরো নাম পিলাভুলাকান্দি তেক্কেরাপারাম্বিল ঊষা (Pilavullakandi Thekkeparambil Usha)। ১৮৮৫ সালে পদ্মশ্রী পান। তাঁকে ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানি বলেও অভিহিত করা হয়। পিটি ঊষা (PT Usha) হলেন ভারতের একজন কিংবদন্তি ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট, যাকে প্রায়শই ভারতের কোয়েনী বা পায়ের উড়ন্ত পরী  বলা হয়।   তিনি ১৯৬৪ সালের ২৭শে জুন কেরালার কোঝিকোড়ে জন্মগ্রহণ করেন। ক্রীড়া ক্যারিয়ার: - ঊষা ১৯৮০ ও ১৯৯০-এর দশকে ভারতের দ্রুততম মহিলা দৌড়বিদ হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করেন। - তিনি ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকসে  ৪০০ মিটার হার্ডলসে অংশ নিয়ে চতুর্থ স্থান অধিকার করেন, মাত্র ০.০১ সেকেন্ডের ব্যবধানে পদক হারান। এটি ভারতের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত ছিল। - ঊষা এশিয়ান গেমস ও এশিয়ান চ্যাম্পিয়নশিপে একাধিক স্বর্ণ ও রৌপ্য পদক জিতেছেন, বিশেষ করে ১৯৮৬ সিউল এশিয়ান গেমসে ৪টি স্বর্ণ ও ১টি রৌপ্য পদক জয় করে ইতিহাস সৃষ্টি করেন। - তাঁর প্রধান ইভেন্টগুলি ছিল ১০০ মিটার, ২০০ মিটার, ৪০০ মিটার ও ৪০০ মিটার হার্ডলস...

রাহুল দেব বর্মন এর জন্মদিন

রাহুল দেব বর্মন-এর জন্মদিন Rahul Dev Burman's Birthday ১৯৩৯ সালের ২৭ জুন। জনপ্রিয় সংগীতশিল্পী রাহুল দেব বর্মন জন্মগ্রহণ করেন। ১৯৬০ থেকে ১৯৯০ সালের মধ্যে তিনি ৩৩১ টি ছবিতে সুর দিয়েছেন। তিনি পঞ্চম নামেও পরিচিত ছিলেন। ভারতীয় চলচ্চিত্রের এক কিংবদন্তি সঙ্গীত পরিচালক ও সুরকার। তাঁর জন্মদিন ২৭ জুন , ১৯৩৯ (মুম্বই, ভারত)। সংক্ষিপ্ত আলোচনা: 1. পরিচয় ও প্রভাব : - তিনি বিখ্যাত সুরকার এস.ডি. বর্মন (Sachin Dev Burman)-এর পুত্র। - হিন্দি সিনেমায় আধুনিক ও পশ্চিমী ধারার সঙ্গীত  প্রবর্তনে অগ্রণী ভূমিকা রাখেন। - কিশোর কুমার , লতা মঙ্গেশকর , আশা ভোঁসলে -এর মতো শিল্পীদের সাথে তাঁর কাজ যুগান্তকারী। 2. উল্লেখযোগ্য সৃষ্টি : - ‘তীরে বিনা’ (আঁধি), ‘দুম মারা দুম’ (হাম কিসি সে কম নেহি), ‘মেহবুবা মেহবুবা’ (শোলে)-এর মতো কালজয়ী গান। - রাজেশ খান্না -অভিনীত চলচ্চিত্রে তাঁর সুর (‘যাদু তেরা’, ‘ও মেরি শর্মিলি’) বিশেষ জনপ্রিয়। 3. শৈলী : - জাজ, ডিস্কো, রক ও ফিউশন-এর মিশ্রণে অনবদ্য সুর সৃষ্টি। - আশা ভোঁসলে -এর কণ্ঠে তাঁর পরীক্ষামূলক গান (যেমন ‘ পিয়া তু আব তো আ জা ’) বিপ্লব ঘট...

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে