মেরিলিন মনরোর আত্মহত্যা
মেরিলিন মনরোর আত্মহত্যা : Marilyn Monroe's suicide ১৯৬২ সালের ৫ আগস্ট । আমেরিকার ৩৬ বছর বয়সি অভিনেত্রী মেরিলিন মনরো আত্মহত্যা (?) করেন। এই দিন ভোররাতে তাঁকে তাঁর বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। তদন্তে জানা যায়, ৪০টি বারবিচুরেট পিল সেবন করে, তাঁর আগের সন্ধেয় তাঁর মৃত্যু ঘটে। মেরিলিন মনরো ছিলেন বিংশ শতাব্দীর সবচেয়ে আইকনিক ও প্রভাবশালী মার্কিন অভিনেত্রী, যার জীবন ও মৃত্যু আজও বিশ্বজুড়ে আলোচিত। মেরিলিন মনরো (Marilyn Monroe), আসল নাম নর্মা জিন মর্টেনসন , ছিলেন একজন বিখ্যাত মার্কিন অভিনেত্রী , গায়িকা , এবং মডেল । তিনি ১৯৫০-এর দশকে একজন শীর্ষস্থানীয় ‘ সেক্স সিম্বল ’ এবং পপ সংস্কৃতির আইকন হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন। প্রারম্ভিক জীবন ও শৈশব : মেরিলিন মনরো ১৯২৬ সালের ১ জুন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন। তাঁর মা, গ্ল্যাডিস পার্ল বেকার , ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতেন। মনরোর শৈশব ছিল কঠিন। তিনি তাঁর শৈশবের বেশিরভাগ সময় অনাথ আশ্রম এবং বিভিন্ন পালক পরিবারের কাছে কাটিয়েছেন। তাঁর মায়ের মানসিক অসুস্থতার কারণে তিনি মেয়েকে সঠিকভাবে লালন-পালন করতে পারেননি।...