About Us
তথ্য তালাশ : অনলাইন তথ্য সংকলন
![]() |
আলী হোসেন, সংকলক ও সম্পাদক |
![]() |
তথ্য তালাশ : অনলাইন তথ্য সংকলন |
প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাত। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।
কিন্তু সমস্যা হল, সেই সব স্মরণীয় ঘটনা কী আমরা সব সময় মনে রাখতে পরি? চেষ্টা করলেও তা সম্ভব নয়। তাহলে উপায়? এই উপায় খুঁজতে গিয়ে লেখকের এই প্রয়াস : অনলাইন তথ্য সংকলন, নাম 👉 তথ্য তালাশ।
এই সংকলন ( তথ্য তালাশ) যেহেতু ডিজিটাল ফরম্যাটে তৈরি, সেহেতু এটি আপনার সঙ্গে থাকবে প্রতিদিন প্রতিক্ষণ। যখনই প্রয়োজন পড়বে মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত আপনার সামনে হাজির হবে তথ্যের ডালি নিয়ে। আপনি পেয়ে যাবেন আপনার অতি প্রয়োজনীয় তথ্য।
আপনি কি পড়ে দেখতে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে।
অথবা
প্রয়োজনীয় তারিখ, বিষয় অথবা বছর-ভিত্তিক তথ্য পেতে
নিচের 👇 মেনু বাটনে ক্লিক করুন।