বিখ্যাত : তথ্য। তারিখ। মাস। বছর। বিষয়। ব্যক্তি খুঁজুন :

শুভাংশু শুক্লার মহাকাশ পাড়ি

শুভাংশু শুক্লার মহাকাশ পাড়ি

Subhanshu Shukla's space journey,শুভাংশু শুক্লার মহাকাশ যাত্রা,
শুভাংশু শুক্লার মহাকাশ পাড়ি

Subhanshu Shukla's space journey

২০২৫ সালের ২৫ জুন বুধবার বেলা ১২টা ০১ মিনিটে শুভাংশু শুক্লা মহাকাশে পাড়ি দিয়েছেন। গন্তব্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। তিনি হলেন দ্বিতীয় ভারতীয় (প্রথম ভারতীয় রাকেশ শর্মা), যিনি মহাকাশ পাড়ি দিলেন। তবে, তিনিই প্রথম ভারতীয়, যিনি ‘ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন’-এ যাচ্ছেন। আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স ফ্যালকন-৯ রকেটে করে তিনি যাত্রা শুরু করেন।

শুভাংশু শুক্লার পরিচয় :

১৯৮৫ সালে উত্তরপ্রদেশের লখনৌ শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শম্ভু দয়াল শুক্লা। মায়ের নাম আশা শুক্লা। স্ত্রী কামনা শুক্লা।
সুভাংশুর স্কুল জীবন শুরু হয় লাখনৌয়ের সিটি মন্টেসরি স্কুলে

স্কুল শেষ করে স্নাতক পড়তে ভর্তি হন ‘ন্যাশনাল ডিফেন্স একাডেমি’তে। এরপর ২০০৬ সালে যোগদান ভারতীয় বায়ু সেনায়। তারপর আইআইএসসি ব্যাঙ্গালোর থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং-এ এমটেক করেন। ২০১৯ সালে গগনযান হিউম্যান স্পেসফ্লাইটে অংশ নেওয়ার পরেই এই অ্যাক্সিওম মিশন-৪ এর ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত হন। 

মহাকাশ অভিযানের সূচনা :

ভারতীয় সময় ঠিক দুপুর ১২ঃ০১ মিনিট। আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স ৩৯-এ থেকে যাত্রা শুরু করে স্পেসএক্স-এর ফ্যালকন নাইন রকেটের মার্লিন ইঞ্জিন। এই মিশনের নাম দেয়া হয়েছে অ্যাক্সিয়াম মিশন ফোর

উল্লেখ্য, ১৯৬৯ সালে এই কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স ৩৯-এ থেকেই চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন এবং মাইকেল কলিংস

শুভাংশু শুক্লা এবং তার সহযোগী তিনজন মহাকাশচারীকে নিয়ে উৎক্ষেপনের ঠিক ৮ মিনিটের মাথায় লাঞ্চপ্যাডে ফিরে আসে ফ্যালকন নাইন রকেট। অর্থাৎ চার মহাকাশচারীসহ ক্রু ড্রাগন ক্যাপসুলকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে সক্ষম হয়েছে ফ্যালকন নাইন।

আরো পড়ুন : রাকেশ শর্মার মহাকাশ অভিযান

এরপর শুরু হয় মূল অভিযানের প্রস্তুতি। প্রায় ২৮ ঘণ্টা ধরে ড্র্যাগন ক্যাপসুল ধীরে ধীরে কক্ষপথ এবং গতি সামঞ্জস্য করে ISS-এর কক্ষপথে পৌঁছে যায়। পৃথিবী থেকে ৪১৮ কিলোমিটার উচ্চতায়, প্রতি ঘণ্টায় ১৭,০০০ কিলোমিটারেরও বেশি গতিতে চলতে চলতে নভোচারীরা মাইক্রোগ্রাভিটির সঙ্গে খাপ খাইয়ে নেন। ড্র্যাগন ক্যাপসুলের ডকিং প্রক্রিয়া ছিল একেবারে নিখুঁত এবং ত্রুটিহীন বলেই জানা গেছে।

মহাকাশ অভিযানের উদ্দেশ্য :

ভারতের কাছে এই অভিযানটি একাধিক কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
  • প্রথমত, ১৯৮৪ সালে রাকেশ শর্মার মহাকাশে পাড়ি দেওয়ার ৪১ বছর পরে ফের মহাকাশে পৌঁছলেন এক ভারতীয়। 
  • দ্বিতীয়ত, আগামী বছর ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো সম্পূর্ণ ভারতীয় উদ্যোগে মহাকাশে চারজনকে পাঠাতে চায়।
  • তৃতীয়ত, আগামী বছরের এই মিশন যা গগন জান নামে পরিচিত, তার নেতৃত্ব দেওয়ার কথা সুভাংশুর। তাই গগনজানের আগে দলনেতার মহাকাশে যাওয়ার অভিজ্ঞতা অত্যন্ত জরুরী ছিল।
  • চতুর্থত, ভূপৃষ্ঠ থেকে ৪০০ কিলোমিটার উপরে মহাকাশে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সঙ্গে যুক্ত থেকে ১৪ দিন ধরে অন্তত ৬০ রকমের অত্যন্ত গুরুত্বপূর্ণ নানা বিষয়ে গবেষণা চালানো।

মহাকাশ অভিযানের সহযাত্রী :

গগনযান মিশনের সম্ভাব্য নেতা এবং বর্তমান অভিযানের গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা সহ তাঁর এই অভিযানে যুক্ত হয়েছেন আরও তিনজন মহাকাশচারী। এঁরা হলেন 
১) আমেরিকা যুক্তরাষ্ট্রের পেগি হুইটসন,
২) পোল্যান্ড এর স্লাওজ উজনানস্কি, এবং 
৩) হাঙ্গেরির টিবর কাপু

মহাকাশ অভিযান সম্পর্কে প্রতিক্রিয়া :

অবশেষে সাতবার বাধার পরে ২০২৫ সালের ২৫ জুন তিনি মহাকাশে পাড়ি দেন। মহাকাশ থেকে শুভাংশু শুক্লা বলেন, “দারুন সফর! আমার কাঁধে থাকা তেরাঙ্গা প্রতিমুহূর্তে জানান দিচ্ছে—আমি দেশবাসীর সঙ্গেই রয়েছি।”

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে লেখেন, “১৪০ কোটি দেশবাসীর স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে প্রথম ভারতীয় হিসেবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাচ্ছেন শুক্লা।”

মন্তব্যসমূহ

🔰 তারিখ অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 মাস অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

🔰 বছর অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

🔰 তথ্য তালাশ : জনপ্রিয় ব্যক্তি ও বিষয়গুলো দেখুন:

উসেইন বোল্ট, ১০০ মিটার দৌড়ে রেকর্ড

বিশ্ব অ্যালজেইমার্স দিবস

আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মদিন

ভারতের জাতীয় প্রতীকের নকশাকার

প্রথম ক্রিকেট বিশ্বকাপ

মার্টিন লুথার কিং জুনিয়ার-এর জন্মদিন

উদ্ভাবন-চালিত অর্থনৈতিক প্রবৃদ্ধি কী

জ্যোতি বসুর মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম শপথ গ্রহণ

আন্তর্জাতিক সাইকেল দিবস

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে