মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজীর রাজ্যভিষেক
মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজীর রাজ্যভিষেক : Coronation of Shivaji, founder of the Maratha Empire ১৬৭৪ সালের ৬ জুন। স্বাধীন মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজী ভোঁসলের রাজ্যাভিষেক হয়। এই দিন তিনি ‘ছত্রপতি’ উপাধি ও মুকুট ধারণ করেন। মারাঠা সাম্রাজ্যের রাজধানী হয় রায়গড়। ছত্রপতি শিবাজী (১৯ ফেব্রুয়ারি, ১৬৩০ - ৩ এপ্রিল, ১৬৮০) ছিলেন মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা । তিনি ছিলেন এক দূরদর্শী শাসক এবং সামরিক কৌশলী, যিনি মুঘল ও বিজাপুরের আদিলশাহী সালতানাতের মতো শক্তিশালী সাম্রাজ্যগুলোর বিরুদ্ধে লড়াই করে একটি স্বাধীন মারাঠা রাজ্যের প্রতিষ্ঠা করেন। সংক্ষিপ্ত বিবরণ: জন্ম ও প্রাথমিক জীবন: শিবাজী ১৬৩০ সালের ১৯ ফেব্রুয়ারি বর্তমান মহারাষ্ট্রের শিবনেরি পার্বত্য দুর্গে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন শাহজী ভোঁসলে (বিজাপুর সুলতানির সেনাপতি) এবং মাতা ছিলেন জীজাবাঈ । শৈশবে তিনি তার মাতা এবং গুরু দাদুজি কোন্ডদেবের কাছে নৈতিকতা, ধর্ম এবং সামরিক প্রশিক্ষণের শিক্ষা লাভ করেন। স্বাধীনতার স্বপ্ন: শিবাজী অল্প বয়স থেকেই একটি স্বাধীন হিন্দু রাজ্য (হিন্দবী স্বরাজ্য) প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন। তিনি...