লিয়োনেল মেসির জন্মদিন
লিয়োনেল মেসির জন্মদিন Lionel Messi's Birthday ১৯৮৭ সালের ২৪ জুন। আর্জেন্টিনার জাতীয় দলের অধিনায়ক, একজন কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসির (Lionel Messi) জন্মদিন। মেসি ৮ বার ‘ব্যালন ডি’অর’ এবং ৬ বার ‘ইউরোপিয়ান গোল্ডেন শু’ জিতেছেন। ২০২২ সালে তাঁর নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপ ফুটবল জয়লাভ করে। উল্লেখ্য, ১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোজারিওতে জন্মগ্রহণ করেন। এই হিসেবে আজ, ২০২৫ সালের ২৪ জুন, তাঁর ৩৮তম জন্মদিন। জন্ম ও প্রাথমিক জীবন: পূর্ণ নাম : লিওনেল আন্দ্রেস মেসি কুচ্চিত্তিনি (Lionel Andrés Messi Cuccittini) জন্ম তারিখ : ২৪ জুন ১৯৮৭ (বুধবার) জন্মস্থান : রোসারিও, সান্তা ফে প্রদেশ, আর্জেন্টিনা পরিবার : পিতা হোরহিও মেসি (কারখানা কর্মী), মাতা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি (পার্টটাইম ক্লিনার)। তাঁর তিন ভাই রয়েছে: মাতিয়াস, রদ্রিগো ও মারিয়াসোল। ব্যক্তিগত জীবন: - পারিবারিক জীবন: ২০১৭ সালে আর্জেন্টিনার শৈশবের প্রেমিকা আন্তোনেলা রোকুজ্জোর সাথে বিবাহ। তাঁদের তিন সন্তান: থিয়াগো (জন্ম ২০১২), মাতেও (জন্ম ২০১৫), ও সিরো (জন্ম ২০১৮)। - দাতব্য কাজ: মেসি ফাউন্ডেশন (শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য সহা...