চীনের বিজয় দিবস
চিনের বিজয় দিবস Victory Day of China ১৯৪৫ সালের ৩ সেপ্টেম্বর। চিনের বিজয় দিবস। ১৯৪৫ সালের আগস্ট মাসে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের উপর পরমাণু বোমা আক্রমণ করে। জাপানের দুটি শহর হিরোশিমা ও নাগাসাকি বিধ্বস্ত হয়। জাপান বাধ্য হয় মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করতে। ১৯৪৫ সালের ৩ সেপ্টেম্বর এভাবেই শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় চিন-জাপান যুদ্ধ । স্বাক্ষরিত হয় মিত্রশক্তির সঙ্গে অক্ষশক্তির চুক্তি যা চিনের কাছে বিজয়পত্র নামে পরিচিত। এই বিজয়পত্রে মিত্রশক্তির সঙ্গে তৎকালীন চীন সরকারও (ন্যাশনালিস্ট সরকার) সই করেন। তখন থেকেই চিন ৩ সেপ্টেম্বরকে জাপানের বিরুদ্ধে ‘ বিজয় দিবস ’ হিসেবে পালন করে আসছে। আরও পড়ুন : চিনের স্বাধীনতা দিবস বস্তুত, চিনের বিজয় দিবস হল এমন একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা, যা চিনের জনগণের প্রতিরোধ যুদ্ধ এবং বিশ্ব ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধের মহান বিজয়কে স্মরণ করে পালন করা হয়। ১. পটভূমি ও গুরুত্ব : · চিনের জনগণের প্রতিরোধ যুদ্ধ ১৯৩৭ সালের ৭ জুলাই লুগৌ সেতু ঘটনার মাধ্যমে শুরু হয় । · এই যুদ্ধে চিনের জনগণ ১৪ বছর ধরে রক্তক্ষয়ী সংগ্রাম করে এবং ১৯৪৫ সালে জাপানি আগ্রাস...