পোস্টগুলি

ক্রীড়াবিদ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

আর্থার অ্যাশ প্রথম উইম্বলডন সিঙ্গেল খেতাব যেতেন

আর্থার অ্যাশ প্রথম উইম্বলডন সিঙ্গেল খেতাব যেতেন Arthur Ashe would go on to win his first Wimbledon singles title. ১৯৭৫ সালের ৫ জুলাই। প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে আর্থার অ্যাশ উইম্বলডন সিঙ্গেলস কেতাব যেতেন। তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ টেনিস খেলোয়াড়, যিনি মার্কিন ডেভিস কাপ দলে নির্বাচিত হয়েছিলেন।

মাইক টাইসনের জন্মদিন

মাইক টাইসনের জন্মদিন Mike Tyson's birthday Mike-Tysons-Birthday ১৯৬৬ সালের ৩০ জুন। মাইক টাইসনের জন্মদিন । মাইক টাইসনের জন্ম আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে। ৫৮ টি বক্সিং ম্যাচে 50 টি জিতেছিলেন। হেরেছিলেন মাত্র ছ’টিতে। তিনি ‘ আয়রন মাইক ’ ও ‘ কিড দিনামাইট ’ নামেও পরিচিত ছিলেন।

পিটি ঊষার জন্মদিন

পিটি ঊষার জন্মদিন ১৯৬৪ সালের ২৭ জুন, পিটি ঊষার জন্মদিন। তাঁর পুরো নাম পিলাভুলাকান্দি তেক্কেরাপারাম্বিল ঊষা (Pilavullakandi Thekkeparambil Usha)। ১৮৮৫ সালে পদ্মশ্রী পান। তাঁকে ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানি বলেও অভিহিত করা হয়। পিটি ঊষা (PT Usha) হলেন ভারতের একজন কিংবদন্তি ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট, যাকে প্রায়শই ভারতের কোয়েনী বা পায়ের উড়ন্ত পরী  বলা হয়।   তিনি ১৯৬৪ সালের ২৭শে জুন কেরালার কোঝিকোড়ে জন্মগ্রহণ করেন। ক্রীড়া ক্যারিয়ার: - ঊষা ১৯৮০ ও ১৯৯০-এর দশকে ভারতের দ্রুততম মহিলা দৌড়বিদ হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করেন। - তিনি ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকসে  ৪০০ মিটার হার্ডলসে অংশ নিয়ে চতুর্থ স্থান অধিকার করেন, মাত্র ০.০১ সেকেন্ডের ব্যবধানে পদক হারান। এটি ভারতের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত ছিল। - ঊষা এশিয়ান গেমস ও এশিয়ান চ্যাম্পিয়নশিপে একাধিক স্বর্ণ ও রৌপ্য পদক জিতেছেন, বিশেষ করে ১৯৮৬ সিউল এশিয়ান গেমসে ৪টি স্বর্ণ ও ১টি রৌপ্য পদক জয় করে ইতিহাস সৃষ্টি করেন। - তাঁর প্রধান ইভেন্টগুলি ছিল ১০০ মিটার, ২০০ মিটার, ৪০০ মিটার ও ৪০০ মিটার হার্ডলস...

বক্সার মোহাম্মদ আলীর প্রয়াণ দিবস

ছবি
বক্সার মোহাম্মদ আলীর প্রয়াণ দিবস বক্সার মোহাম্মদ আলীর প্রয়াণ দিবস (ছবি প্রতীকী) Boxer Muhammad Ali's Death Anniversary ২০১৬ সালে ৩ জুন। বিশ্ব বিখ্যাত বক্সার মোহাম্মদ আলী প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তাঁর আসল নাম ক্যাসিয়াস মার্সেলাস ক্লে জুনিয়র । তিনি সমগ্র বক্সিং জীবনে ৬১ টি লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন এবং   তার মধ্যে ৫৬ টিতে  জয়লাভ করেছিলেন। বক্সার মোহাম্মদ আলীর জন্ম নাম ক্যাসিয়াস মার্সেলাস ক্লে জুনিয়র । তিনি একজন মার্কিন পেশাদার মুষ্টিযোদ্ধা ছিলেন। তাঁকে সাধারণত ক্রীড়া ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ হেভিওয়েট হিসেবে গণ্য করা হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের  লুইসভিল শহরে ১৯৪২ সালের ১৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন। এবং ২০১৬ সালের ৩ জুন ৭৪ বছর বয়সে অ্যারিজোনা অঙ্গরাজ্যের স্কটসডেল শহরে মারা যান। মোহাম্মদ আলী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য  প্রাথমিক জীবন : ক্লে ১২ বছর বয়সে বক্সিং প্রশিক্ষণ শুরু করেন। ১৯৬০ সালের অলিম্পিকে তিনি লাইট হেভিওয়েট বিভাগে স্বর্ণপদক জয় করেন। একই বছরের ২৯ অক্টোবর তিনি পেশাদার বক্সিংয়ে আত্মপ্রকাশ ...

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে