পোস্টগুলি

৪ জুলাই লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবস

স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবস : Death anniversary of Swami Vivekananda ১৯০২ সালের ৪ জুলাই। স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবস। এই দিন বেলুড় মঠে তিনি মারা যান। তিনি ছিলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা। বিদেশের মাটিতে, বিশেষত আমেরিকা ও ইউরোপে হিন্দু ধর্মের প্রচারে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

আমেরিকার স্বাধীনতা দিবস

আমেরিকার স্বাধীনতা দিবস American Independence Day ১৭৭৬ সালে র ৪ জুলাই। আমেরিকার স্বাধীনতা দিবস। দীর্ঘ সময় স্বাধীনতার যুদ্ধ চালিয়ে যাওয়ার পর এই দিন তেরোটি মার্কিন উপনিবেশ ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়। মার্কিন কংগ্রেস ২ জুলাই এই সিদ্ধান্তটি নিলেও তা ঘোষিত হয় ৪ জুলাই। এরপর থেকে ৪ জুলাই ‘ আমেরিকার স্বাধীনতা দিবস ’ হিসেবে পরিচিতি পেয়েছে।

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে