‘দ্য ডায়েরী অফ আ ইয়াং গার্ল’-এর প্রথম প্রকাশ
দ্য ডায়েরী অফ আ ইয়াং গার্ল-এর প্রথম প্রকাশ First publication of The Diary of a Young Girl ১৯৪৭ সালে ২৫ জুন প্রকাশিত হয় প্রকাশিত হয় অ্যান ফ্রাঙ্কের ‘ দ্য ডায়েরী অফ আ ইয়াং গার্ল ’। নকশি দখলকৃত নেদারল্যান্ডসে দু বছর আত্মগোপনে থাকার সময় তিনি এই দিনলিপি বা ডায়েরি লিখেছিলেন। এই ডায়েরিটির মূল ভাষা ছিল ডাচ। ‘হলোকাস্ট সাহিত্য’ হিসেবে এই ডায়েরির পৃথিবীব্যাপী পরিচিতি রয়েছে।