সতীদাহ প্রথা রদ হয়
সতীদাহ প্রথা রদ হয় : The custom of Sati was abolished ১৮২৯ সালের চার ডিসেম্বর সতীদাহ প্রথা রদ হয়। ১৮২৯ সালের আজকের দিনে তৎকালীন গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং আইন করে এই প্রথা বন্ধ করে দেন। সতীদাহ বিরোধী আইন প্রণয়নে উইলিয়াম বেন্টিংকে সাহায্য করেছিলেন রাজা রামমোহন রায় এবং উইলিয়াম কেরি।
