পোস্টগুলি

নভেম্বর ৩০, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বিখ্যাত : তথ্য। তারিখ। মাস। বছর। বিষয়। ব্যক্তি খুঁজুন :

সতীদাহ প্রথা রদ হয়

সতীদাহ প্রথা রদ হয় : The custom of Sati was abolished ১৮২৯ সালের চার ডিসেম্বর সতীদাহ প্রথা রদ হয়। ১৮২৯ সালের আজকের দিনে তৎকালীন গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং আইন করে এই প্রথা বন্ধ করে দেন। সতীদাহ বিরোধী আইন প্রণয়নে উইলিয়াম বেন্টিংকে সাহায্য করেছিলেন রাজা রামমোহন রায় এবং উইলিয়াম কেরি।

শশী কাপুরের প্রয়াণ দিবস

শশী কাপুরের প্রেম দিবস : Shashi Kapoor's death anniversary ২০১৭ সালের ৪ ডিসেম্বর। অভিনেতা শশী কাপুরের প্রয়াণ দিবস। ২০১৭ সালের আজকের দিনে মুম্বাইতে তিনি প্রয়াত হন। তাঁর আসল নাম বলবীর রাজ কাপুর। ১৭৫ টিরও বেশি ছবিতে তিনি অভিনয় করেছেন। ২০১১ সালে পেয়েছেন পদ্মভূষণ পুরস্কার। ২০১৪ তিনি সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন।

নন্দলাল বসুর জন্মদিন

নন্দলাল বসুর জন্মদিন Nandalal Basu's birthday ১৮৮২ সালের ৩ ডিসেম্বর। নন্দলাল বসুর জন্মদিন। ১৮৮২ সালের আজকের দিন (মতান্তরে ৩ ফেব্রুয়ারি) তিনি বর্তমান বিহার রাজ্যের মুঙ্গের জেলার হাভেলি খড়্গপুরে জন্মগ্রহণ করেন। ১৯২১ সালে তিনি শান্তিনিকেতনের কলাভবনের অধ্যক্ষ নিযুক্ত হন। ভারতীয় সংবিধানের আদি সংস্করণের অলংকরণ তারই নেতৃত্বে হয়েছিল। ১৯৫৪ সালে তিনি পদ্মবিভূষণ সম্মান লাভ করেন।

দেব আনন্দের প্রয়াণ দিবস

অভিনেতা দেব আনন্দের প্রয়াণ দিবস : Dev Anand's death anniversary Dev-Anands-death-anniversary ২০১১ সালের ৩ ডিসেম্বর। অভিনেতা দেব আনন্দের প্রয়াণ দিবস। ২০১১ সালের আজকের দিনে লন্ডনে অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। দেব আনন্দের আসল নাম ধরমদেব পিশোরিমল আনন্দ। ২০০১ সালে পদ্মভূষণ এবং ২০০২ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পান। সমগ্র অভিনয় জীবনে তিনি ১০০ টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। 

🔰 তারিখ অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 মাস অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

🔰 বছর অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে