পোস্টগুলি

ক্রিকেটার লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বিখ্যাত : তথ্য। তারিখ। মাস। বছর। বিষয়। ব্যক্তি খুঁজুন :

গৌতম গম্ভীরের জন্মদিন

গৌতম গম্ভীরের জন্মদিন : Gautam Gambhir's birthday ১৯৮১ সালের ১৪ অক্টোবর। গৌতম গম্ভীরের জন্মদিন। ভারতীয় ক্রিকেট দলের এই ক্রিকেটার আজকের দিনে জন্মগ্রহণ করেন নয়া দিল্লিতে। ৫৮ টি টেস্ট এবং ১৪৭ টি একদিনের ম্যাচ খেলে যথাক্রমে নটি এবং ১১ টি শত রান করেছেন। ২০১৯ সালে পেয়েছেন পদ্মশ্রী সম্মান।

ক্রিকেটার হ্যান্সি ক্রোনিয়ের জন্মদিন

ক্রিকেটার হ্যান্সি ক্রোনিয়ের জন্মদিন : Cricketer Hansie Cronje's birthday ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর। ক্রিকেটার হ্যান্সি ক্রোনিয়ের জন্মদিন। ১৯৬৯ সালের আজকের দিনে তিনি দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম ওয়েসেল জোহানেস ক্রোনিয়ে। তিনি হলেন দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। তিনি সারা জীবনে ৬৮ টি টেস্ট এবং ১৮৮ টি ওয়ান ডে (ওডিআই) ম্যাচ খেলেছেন।

মনসুর আলী খান পতৌদির প্রয়াণ দিবস

মনসুর আলী খান পতৌদির প্রয়াণ দিবস : Death anniversary of Mansoor Ali Khan Pataudi ২০১১ সালের ২২ সেপ্টেম্বর। ক্রিকেটার মানসুর আলী খান পতৌদির প্রয়াণ দিবস। ২০১১ সালের আজকের দিনে তিনি প্রয়াত হন। তাঁর অধিনায়কত্বেই ভারত বিদেশে প্রথম টেস্ট সিরিজ যেতে। তিনি ৪৬ টি টেস্ট ম্যাচ খেলে ২৭৯৩ রান করেছিলেন।

ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের এর জন্মদিন

ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের এর জন্মদিন : Cricketer Ravichandran Ashwin's birthday ১৯৮৬ সালের ১৭ সেপ্টেম্বর। ক্রিকেটার রবিচন্দ্রন অশ্নিন জন্মগ্রহণ করেন। খ্যাতনামা এই ক্রিকেটার টেস্টে ছয়টি শত রান করেছেন। টেস্ট, একদিনের ম্যাচ এবং টি-টোয়েন্টি মিলিয়ে তাঁর মোট উইকেট সংখ্যা যথাক্রমে ৫৩৭, ১৫৬ এবং ৭২।

সৌরভ গঙ্গোপাধ্যায় এর জন্মদিন

সৌরভ গঙ্গোপাধ্যায়-এর জন্মদিন Sourav Gangulys Birthday ১৯৭২ সালের ৮ জুলাই। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। তিনি একজন ভারতীয় ক্রিকেটার এবং বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট। ভারতীয় ক্রিকেট অধিনায়ক হিসেবে তার খ্যাতি বিশ্বজোড়া। ১১৩ টি টেস্ট ও ৩১১ টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। তাঁর মোট শত রানের (সেঞ্চুরি) সংখ্যা ৩৮ টি। ১৯ ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত তিনি ছিলেন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট।

🔰 তারিখ অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 মাস অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

🔰 বছর অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে