গৌতম গম্ভীরের জন্মদিন
গৌতম গম্ভীরের জন্মদিন : Gautam Gambhir's birthday ১৯৮১ সালের ১৪ অক্টোবর। গৌতম গম্ভীরের জন্মদিন। ভারতীয় ক্রিকেট দলের এই ক্রিকেটার আজকের দিনে জন্মগ্রহণ করেন নয়া দিল্লিতে। ৫৮ টি টেস্ট এবং ১৪৭ টি একদিনের ম্যাচ খেলে যথাক্রমে নটি এবং ১১ টি শত রান করেছেন। ২০১৯ সালে পেয়েছেন পদ্মশ্রী সম্মান।