পোস্টগুলি

সাহিত্যিক লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বিখ্যাত : তথ্য। তারিখ। মাস। বছর। বিষয়। ব্যক্তি খুঁজুন :

সৈয়দ মুস্তাফা সিরাজের জন্মদিন

সৈয়দ মুস্তাফা সিরাজের জন্মদিন : ১৯৩০ সালের ১৪ অক্টোবর। কথাসাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের জন্মদিন। ১৯৩০ সালের আজকের দিনে তিনি মুর্শিদাবাদের কান্দী থানার খোসবাসপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। ‘ লেটোর ’ জগৎ থেকে যেমন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম উঠে এসেছেছিলেন, তেমনি খোসবাসপুরের ‘ আলকাপে ’র জগত থেকে উঠে এসেছেন সৈয়দ মুস্তাফা সিরাজ । এলাকায় যিনি সিরাজ মাস্টার নামে পরিচিত ছিলেন।  আজকের বাংলা কথা-সাহিত্যের ‘নবাব’ সৈয়দ মুস্তাফা সিরাজ। আলকাপের জগৎ থেকেই তিনি জীবনকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছিলেন যা তাঁর কথাসাহিত্যে প্রতিফলিত হয়েছে। এই পর্যবেক্ষণের প্রতিফলন দেখতে পাই তাঁর বিখ্যাত উপন্যাস ‘মায়ামৃদঙ্গ’ উপন্যাসে। মুর্শিদাবাদের আলকাপের বিখ্যাত উস্তাদ ঝাঁকসুই হলেন এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। পরে তিনি তাঁর বিখ্যাত উপন্যাস ‘অলীক মানুষ’-এর জন্য বাংলার পাঠক সমাজের কাছে 'অলীক মানুষ' হিসেবে পরিচিত পেয়েছেন।  সিরাজের প্রতিটি সৃষ্টিই এক একটি রত্ন। ‘ রানীঘাটের বৃত্তান্ত ’, ‘ হিজল কন্যা ’, ‘ পিঞ্জর সোহাগিনী ’ ইত্যাদি সহ সিরাজের প্রতিটি উপন্যাস আমাদের কথাসাহিত্যের অমর সৃষ্টি। শুধু কথা সাহিত্য ন...

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন : Sarat Chandra Chatterjee's birthday ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর জন্মদিন। ১৮৭৬ সালের আজকের দিনে বিখ্যাত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন বাংলার হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। তাঁর বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য হল— শ্রীকান্ত, চরিত্রহীন, দেবদাস, দত্তা, পথের দাবী, পরিণীতা শেষ প্রশ্ন।

আগাথা ক্রিস্টির জন্মদিন

আগাথা ক্রিস্টির জন্মদিন : Agatha Christie's birthday ১৮৯০ সালের ১৫ সেপ্টেম্বর। আগাথা ক্রিস্টির জন্মদিন। ১৮৯০ সালের আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন। তিনি হলেন বিশ্বের সর্বকালের সর্বাধিক বিক্রীত বইয়ের লেখক। এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর স্বীকৃত তথ্য অনুযায়ী এই স্বীকৃতি। তার লেখা ৬৬ টি গোয়েন্দা উপন্যাস পৃথিবী বিখ্যাত হয়ে আছে।

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস : Death anniversary of Tarashankar Banerjee ১৯৭১ সালের ১৪ সেপ্টেম্বর। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস। তিনি একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি কথা সাহিত্যিক। আরোগ্য নিকেতন উপন্যাসের জন্য ১৯৫৫ সালে পেয়েছিলেন রবীন্দ্র পুরস্কার এবং গণদেবতা উপন্যাসের জন্য ১৯৬৭ সালে পেয়েছিলেন জ্ঞানপীঠ পুরস্কার। ১৯৭১ সালে তিনি সাহিত্যের নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।  জন্ম ও পারিবারিক পরিচয় : ১৮৯৮ সালের ২৩ জুলাই অবিভক্ত ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত বর্তমান বীরভূম জেলার লাভপুর গ্রামের এক ছোট জমিদার পরিবারে তাঁর জন্ম। পিতার নাম ছিল হরিদাস বন্দ্যোপাধ্যায় এবং মায়ের নাম প্রভাবতী দেবী। ১৯১৬ সালে তিনি উমা ষষ্ঠী দেবীর সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হন। দুই পুত্র সন্তান এবং তিনজন কন্যা সন্তানের পিতা ছিলেন তিনি। ১৯১৮ সালে জন্মান বড় ছেলের সনৎকুমার বন্দ্যোপাধ্যায় । ১৯২২ সালে সরিৎকুমার বন্দ্যোপাধ্যায়ের জন্ম। তিন কন্যার মধ্যে গঙ্গা বন্দ্যোপাধ্যায় জন্মান ১৯২৪, বুলু জন্মান ১৯২৬ এবং কনিষ্ঠ কন্যা বাণীর ১৯৩২ সালে। শিক্ষাজীবন : ১৯১৬ সালে মেট্রিক পাশ করেন লাভ...

সুকুমার রায়ের প্রয়াণ দিবস

সুকুমার রায়ের প্রয়াণ দিবস : ১৯২৩ সালের ১০ সেপ্টেম্বর। সুকুমার রায়ের প্রয়াণ দিবস। ১৯২৩ সালের আজকের দিনে তিনি মাত্র 35 বছর বয়সে প্রয়াত হন। বাংলায় ননসেন্স সাহিত্য তার হাতে পরিপূর্ণ রুপ নেয়। আবোল তাবোল, হ য ব র ল, পাগলা দাশু, চলচ্চিত্তচঞ্চরী তার বিখ্যাত সৃষ্টিগুলির অন্যতম।

ভারতেন্দু হরিশচন্দ্রের জন্মদিন

ভারতেন্দু হরিশচন্দ্রের জন্মদিন : Bharatendu Harishchandra's birthday ১৮৫০ সালের ৯ সেপ্টেম্বর। ভারতেন্দু হরিশচন্দ্রের জন্মদিন। তিনি ছিলেন আধুনিক হিন্দি সাহিত্যের জনক এবং একজন প্রভাবশালী লেখক, কবি, নাট্যকার ও সাংবাদিক। ঊনবিংশ শতাব্দীর ভারতীয় নবজাগরণের সময় তিনি হিন্দি ভাষা ও সাহিত্যে এক নতুন যুগের সূচনা করেন। তাঁর হাত ধরেই হিন্দি গদ্যের বিকাশ ঘটে এবং হিন্দি সাহিত্য আধুনিকতার পথে পা বাড়ায়। জীবন ও কর্ম ভারতেন্দু হরিশচন্দ্র ১৮৫০ সালের ৯ই সেপ্টেম্বর বারাণসীতে এক ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা গোপালচন্দ্র ছিলেন একজন কবি। অল্প বয়সেই তিনি হিন্দি, সংস্কৃত, উর্দু, এবং ফারসি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন। মাত্র ১৭ বছর বয়সে তিনি 'কবিকচন সুধা' (Kavivachansudha) নামে একটি পত্রিকা প্রকাশ করেন, যা ছিল আধুনিক হিন্দি সাংবাদিকতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এরপর তিনি আরও দুটি পত্রিকা প্রকাশ করেন—'হরিশচন্দ্র ম্যাগাজিন' (Harishchandra Magazine) এবং 'বালাবোধিনী' (Balabodhini)। 'বালাবোধিনী' বিশেষভাবে নারীদের শিক্ষার প্রসারের জন্য প্রকাশিত হয়েছিল। সাহিত্যিক অবদা...
লিও তলস্তয়ের জন্মদিন  ১৮২৮ সালের ৯ সেপ্টেম্বর। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক লিও তলস্তয় জন্মগ্রহণ করেন রাশিয়ায়। ওয়ার অ্যান্ড পিস, আন্না কারেনিনা, দ্য ডেথ অফ ইভান ইলিচ ইত্যাদি হল তাঁর অন্যতম বিখ্যাত রচনা।

কবি তরু দত্তের প্রয়াণ দিবস

কবি তরু দত্তের প্রয়াণ দিবস : Death anniversary of poet Taru Dutta ১৮৭৭ সালের ৩০ আগস্ট। কবি তরু দত্ত প্রয়াত হন কলকাতায়। তিনি ইংরেজি ও ফরাসি ভাষায় বহু সাহিত্য রচনা করেছেন। লা জার্নাল, বিয়াঙ্কা ইত্যাদি তার উল্লেখযোগ্য উপন্যাস। 

কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস

কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস : Death anniversary of Kazi Nazrul Islam ১৯৭৬ সালে ২৯ আগস্ট। কাজী নজরুল ইসলামের মৃত্যু দিন। বিংশ শতাব্দীর অন্যতম প্রধান বাঙালি কবি, উপন্যাসিক, নাট্যকার ও সংগীতজ্ঞ। তিনি তাঁর ২৩ বছরের সাহিত্য জীবনে সৃষ্টি করেছেন অসংখ্য কবিতা, প্রায় ৪ হাজার গান, তিনটি উপন্যাস, ১৯টি ছোটগল্প এবং পাঁচটি প্রবন্ধের বই। সাহিত্যকর্মে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতিতে পেয়েছেন জগৎতারিণী পদক, ভারত সরকারের পক্ষ থেকে পেয়েছেন পদ্মভূষণ সম্মান (১৯৬০)। বাংলাদেশ সরকারের তরফে দেওয়া হয়েছে একুশে পদক (১৯৭৫) এবং স্বাধীনতা পুরস্কার (১৯৭৭)। সাহিত্য ও রাজনৈতিক কর্মকান্ড বিদ্রোহী চেতনা ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) কেবল বাংলা সাহিত্যেরই নন, সমগ্র বাঙালি জাতিসত্তার একটি প্রেরণার নাম। তিনি ছিলেন একাধারে কবি , সঙ্গীতজ্ঞ , ঔপন্যাসিক , সাহিত্যিক , সাংবাদিক এবং রাজনৈতিক কর্মী । তাঁর সাহিত্য ও জীবনাচরণ বিদ্রোহ, সাম্য, প্রেম ও মানবতার অপূর্ব সমন্বয় ঘটিয়েছে, যা তাঁকে এনে দিয়েছে ‘ বিদ্রোহী কবি ’ এবং ‘ জাতীয় কবি ’ (বাংলাদেশ) এর অভিধা। সাহিত্যিক জীবন:  ১) বৈপ্লবিক পরিবর্তনের স্রষ্টা : নজর...

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস

ছবি
রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিন : রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস Rabindranath Tagore's death anniversary. ১৯৪১ সালের ৭ আগস্ট। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস।১৯৪১ সালের ৭ই আগস্ট (২২শে শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে ৮০ বছর বয়সে বড়লোক গমন করেন। তিনি একাধারে ছিলেন কবি , ঔপন্যাসিক , সংগীতস্রষ্টা , নাট্যকার , চিত্রকর , ছোটগল্পকার , প্রাবন্ধিক , অভিনেতা , কণ্ঠশিল্পী এবং দার্শনিক । তিনি বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালের ৭ই মে (১২৬৮ বঙ্গাব্দ) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর অসাধারণ সাহিত্যকর্মের জন্য তাঁকে ‘ গুরুদেব’ , ‘ কবিগুরু’  এবং ‘ বিশ্বকবি’  উপাধিতে ভূষিত করা হয়। তাঁর পিতা ছিলেন ব্রাহ্ম ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম   সারদাসুন্দরী দেবী । মাত্র আট বছর বয়সে তাঁর কবিতা লেখা শুরু হয়। তাঁর সাহিত্যকর্মে রয়েছে ৫২টি কাব্যগ্রন্থ , ৩৮টি নাটক , ১৩টি উপন্যাস এবং ৩৬টি প্রবন্ধসহ অসংখ্য ছোটগল্প , গান ও চিত্রকর্ম । ১৯১৩ সালে তিনি তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ ‘ গীতাঞ্জলি ’-...

মহাশ্বেতা দেবীর প্রয়াণ দিবস

মহাশ্বেতা দেবীর প্রয়াণ দিবস : Death anniversary of Mahasweta Devi ২০১৬ সালের ২৮ জুলাই । মহাশ্বেতা দেবীর প্রয়াণ দিবস । মহাশ্বেতা দেবী একজন প্রথিতযশা সাহিত্যিক। তাঁর অসামান্য রচনাগুলির মধ্যে উল্লেখযোগ্য কিছু রচনা হল ‘ হাজার চুরাশির মা ’, ‘ অরণ্যের অধিকার ’ ইত্যাদি। সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি একাধারে পেয়েছেন পদ্মশ্রী , জ্ঞানপীঠ , সাহিত্য একাডেমী র মতো দেশি এবং বিদেশি বড় মাপের সম্মাননা।

আর্নেস্ট হেমিংওয়ের জন্মদিন

আর্নেস্ট হেমিংওয়ের জন্মদিন Ernest Hemingway's Birthday ১৮৯৯ সালের ২১ জুলাই। সাহিত্যিক আর্নেস্ট হামিংওয়ের জন্মদিন। আজকের দিনে আমেরিকা যুক্তরাষ্ট্রে তিনি জন্মগ্রহণ করেন। সাহিত্যে অসামান্য অবদানের জন্য ১৯৫৩ সালে পুলিৎজার পুরস্কারে ভূষিত হন। ১৯৫৪ সালে পান সাহিত্যে নোবেল পুরস্কার। তাঁর বিখ্যাত গ্রন্থের নাম ‘ দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি ’। জন্ম ও প্রাথমিক জীবন পুরো নাম : আর্নেস্ট মিলার হেমিংওয়ে (Ernest Miller Hemingway) জন্ম : ২১ জুলাই, ১৮৯৯ (আজ তাঁর ১২৫তম জন্মদিন!) জন্মস্থান : ইলিনয়ের ওক পার্ক, মার্কিন যুক্তরাষ্ট্র। পারিবারিক ইতিহাস : তাঁর বাবা ছিলেন চিকিৎসক এবং মা সঙ্গীতশিল্পী। শৈশবেই শিকারের প্রতি গভীর আগ্রহ গড়ে ওঠে, যা পরবর্তীতে তার সাহিত্যে ফুটে উঠেছে। সাহিত্যিক জীবন ও বৈশিষ্ট্য : হেমিংওয়ে ‘ আইসবার্গ তত্ত্ব ’-এর জন্য বিখ্যাত—তাঁর গদ্য সরল, সংক্ষিপ্ত, কিন্তু গভীর অর্থবহ। তিনি ‘লস্ট জেনারেশন’ (Lost Generation) সাহিত্য আন্দোলনের প্রধান মুখ ছিলেন, যা প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী হতাশাগ্রস্ত যুবসমাজকে চিত্রিত করে। উল্লেখযোগ্য রচনাবলি : 1. ‘ দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি ’ (১৯৫২)...

🔰 তারিখ অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 মাস অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

🔰 বছর অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে