সুইজারল্যান্ডের ব্লাটেন গ্রাম হিমবাহ ধ্বসে প্রায় নিশ্চিহ্ন সুইজারল্যান্ডের ব্লাটেন গ্রামে হিমবাহ ধস The village of Blatten in Switzerland was almost wiped out by a glacier avalanche ২০২৫ সালের ২৮ মে। সুইজারল্যান্ডের আল্পসে হিমবাহ ধসে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেল আল্পালাইনের প্রায় পুরো ব্লাটেন গ্রাম। তুষার ধস, পাথর ও কাদায় চাপা পড়েছে প্রায় পুরো গ্রাম , এমনকী লোনজা নদীও। সাম্প্রতিক অতীতে এমন ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় দেখেনি আল্পস । তবে হিমবাহের ১.৫ মিলিয়ন কিউবিক মিটার অংশ ভেঙে পড়তে পারে এমন সতর্কবার্তা আগেই দিয়েছিলেন ভূতত্ত্ববিদরা। আর তাই চলতি মাসের গোড়াতেই ( ১৯ মে,) হিমবাহের নিকটবর্তী এই গ্রামের ৩০০ জন বাসিন্দাকে গবাদি পশুসহ অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছিল। ফলে এড়ানো গিয়েছে প্রাণহানি। গত ২৮ মে বুধবার লক্ষ লক্ষ ঘনমিটার বরফ, কাদা এবং পাথরের বন্যা একটি পাহাড়ের নিচে আছড়ে পড়ে , যা ব্লাটেন গ্রামকে গ্রাস করে এবং অবশিষ্ট কয়েকটি বাড়ি পরে প্লাবিত হয়। বার্চ হিমবাহের পিছনের পাহাড়ের কিছু অংশ ভেঙে পড়তে শুরু করার পর মে মাসের শুরুতে এর ৩০০ বাসিন্দাকে ইতিমধ্যেই সরিয়ে নেওয়া হয়...