পোস্টগুলি

প্রাকৃতিক বিপর্যয় লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

লাদাখে প্রাকৃতিক বিপর্যয়

লাদাখে প্রাকৃতিক বিপর্যয় : Natural disaster in Ladakh ২০১০ সালের ৬ আগস্ট। লাদাখ ও পার্শ্ববর্তী অঞ্চলে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় সংঘটিত হয়। প্রচন্ড ঝড় ও বাড়ি ভারী বর্ষণের কারণে লাদাখ ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বন্যা দেখা দেয়। একাত্তরটি শহর ও গ্রাম ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় ২৫৫ জন মানুষ নিহত হন। এছাড়া এক হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েন।

সুইজারল্যান্ডের ব্লাটেন গ্রাম হিমবাহ ধ্বসে প্রায় নিশ্চিহ্ন

ছবি
সুইজারল্যান্ডের ব্লাটেন গ্রাম হিমবাহ ধ্বসে প্রায় নিশ্চিহ্ন সুইজারল্যান্ডের ব্লাটেন গ্রামে হিমবাহ ধস The village of Blatten in Switzerland was almost wiped out by a glacier avalanche ২০২৫ সালের ২৮ মে। সুইজারল্যান্ডের আল্পসে হিমবাহ ধসে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেল আল্পালাইনের প্রায় পুরো ব্লাটেন গ্রাম। তুষার ধস, পাথর ও কাদায় চাপা পড়েছে প্রায় পুরো গ্রাম , এমনকী লোনজা নদীও। সাম্প্রতিক অতীতে এমন ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় দেখেনি আল্পস । তবে হিমবাহের ১.৫ মিলিয়ন কিউবিক মিটার অংশ ভেঙে পড়তে পারে এমন সতর্কবার্তা আগেই দিয়েছিলেন ভূতত্ত্ববিদরা। আর তাই চলতি মাসের গোড়াতেই ( ১৯ মে,)  হিমবাহের নিকটবর্তী এই গ্রামের ৩০০ জন বাসিন্দাকে গবাদি পশুসহ অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছিল। ফলে এড়ানো গিয়েছে প্রাণহানি। গত ২৮ মে বুধবার লক্ষ লক্ষ ঘনমিটার বরফ, কাদা এবং পাথরের বন্যা একটি পাহাড়ের নিচে আছড়ে পড়ে , যা ব্লাটেন গ্রামকে গ্রাস করে এবং অবশিষ্ট কয়েকটি বাড়ি পরে প্লাবিত হয়। বার্চ হিমবাহের পিছনের পাহাড়ের কিছু অংশ ভেঙে পড়তে শুরু করার পর মে মাসের শুরুতে এর ৩০০ বাসিন্দাকে ইতিমধ্যেই সরিয়ে নেওয়া হয়...

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে