বিখ্যাত : তথ্য। তারিখ। মাস। বছর। বিষয়। ব্যক্তি খুঁজুন :

সিকিম নেপাল সীমান্তে ভূমিকম্প

সিকিম নেপাল সীমান্তে ভূমিকম্প :

Earthquake hits Sikkim-Nepal border

২০১১ সালের ১৮ সেপ্টেম্বর। সিকিম ও নেপালের সীমান্তবর্তী এলাকায় ভয়ংকর ভূমিকম্প সংঘটিত হয়। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সিকিম-নেপাল সীমান্তে কাঞ্চনজঙ্ঘা সংরক্ষিত এলাকায়। ১৮ ই সেপ্টেম্বর সন্ধ্যে ছটা দশ মিনিটে এই ভূমিকম্প শুরু হয়। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৯। এই ঘটনায় প্রায় ১১১ জন সাধারণ মানুষ নিহত হন এবং ক্ষতিগ্রস্ত হন অসংখ্য মানুষ।

মন্তব্যসমূহ

🔰 তারিখ অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 মাস অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

🔰 বছর অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

🔰 তথ্য তালাশ : জনপ্রিয় ব্যক্তি ও বিষয়গুলো দেখুন:

উসেইন বোল্ট, ১০০ মিটার দৌড়ে রেকর্ড

বিশ্ব অ্যালজেইমার্স দিবস

আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মদিন

শুভাংশু শুক্লার মহাকাশ পাড়ি

প্রথম ক্রিকেট বিশ্বকাপ

ভারতের জাতীয় প্রতীকের নকশাকার

মার্টিন লুথার কিং জুনিয়ার-এর জন্মদিন

বিশ্ব খাদ্য দিবস

উদ্ভাবন-চালিত অর্থনৈতিক প্রবৃদ্ধি কী

জ্যোতি বসুর মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম শপথ গ্রহণ

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে