বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস

বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস World Day Against Child Labour ১২ই জুন ‘ বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস’ । ২০০২ সালে প্রথম এই দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ‘ আন্তর্জাতিক শ্রম সংস্থা’ বা আইএলও শিশুশ্রম নির্মূলের উদ্দেশ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করে। এরপর থেকে প্রতিবছর ১২ জুন ‘বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস’ হিসাবে পালিত হয়ে আসছে। দিবসের পালনের লক্ষ্য : এই দিবস পালনের মূল লক্ষ্য হল বিশ্বজুড়ে শিশুশ্রমের ব্যাপকতা এবং এটি নির্মূল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ও প্রচেষ্টার দিকে সাধারণ মানুষ- সহ বিভিন্ন দেশের সরকারের মনোযোগ আকর্ষণ করা। পটভূমি ও ইতিহাস: ইতালিতে শুরু হওয়া ইউরোপীয় নবজাগরণের সূত্র ধরে প্রথমে ইংল্যান্ডে এবং পরে সমগ্র ইউরোপে শিল্প বিপ্লব শুরু হয়। ঐতিহাসিকভাবে, এই শিল্প বিপ্লবের সময় থেকেই শিশুরা শিল্প কারখানায় বিভিন্ন বিপজ্জনক কাজে নিযুক্ত আছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) ১৯১৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই এই বিপদজনক শিশুশ্রম নির্মূলের লক্ষ্য নিয়ে কাজ করে আসছে। ২০০২ সালে ILO আনুষ্ঠানিকভাবে ‘ বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস’ পালনের ঘোষণা কর...