পোস্টগুলি

৩ জুন লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

আন্তর্জাতিক সাইকেল দিবস

ছবি
আন্তর্জাতিক সাইকেল দিবস আন্তর্জাতিক সাইকেল দিবস International Bicycle Day ২০১৮ সালের ১২ এপ্রিল রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় গৃহীত ‘ GA রেজোলিউশন ( A/RES/72/272 ) ’ অনুযায়ী  ৩ জুনকে বিশ্ব সাইকেল দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত হয়। আন্তর্জাতিক সাইকেল দিবস (World Bicycle Day) প্রতি বছর ৩ জুন পালন করা হয়। এটি সাইকেলের জনপ্রিয়তা, স্বাস্থ্য উপকারিতা এবং পরিবেশবান্ধব পরিবহন হিসাবে এর গুরুত্ব তুলে ধরে।  সাইকেলকে পরিবহনের একটি সহজ, সাশ্রয়ী, নির্ভরযোগ্য, পরিষ্কার এবং পরিবেশগতভাবে উপযুক্ত টেকসই মাধ্যম হিসেবে স্বীকৃতি দিতে এবং এর বহুমুখী উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি উদযাপন করা হয়। বিশ্ব সাইকেল দিবসের ইতিহাস : প্রতিষ্ঠা: ২০১৮ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে এই দিবসটি স্বীকৃতি পায়। আন্তর্জাতিক সাইকেল দিবস পালনের ধারণাটি প্রথম প্রস্তাব করেন মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত পোলিশ-আমেরিকান সমাজবিজ্ঞানী অধ্যাপক লেসজেক সিবিলস্কি। তিনি জাতিসংঘের কাছে এই দিবসটি ঘোষণার জন্য একটি প্রচার শুরু করেন। তার এই উদ্যোগে তুর্কমেনিস্তান সহ ৫৬টি দেশ সমর্থন জানায়। অবশেষে, ২০১৮ সালের এপ্রিল মাসে ...

জর্জ ফার্নান্ডেজ-এর জন্মদিন

জর্জ ফার্নান্ডেজ-এর জন্মদিন George Fernandez's Birthday ১৯৩০ সালের ৩ জুন। ভারতের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী এবং রেলমন্ত্রী জর্জ ফার্নান্ডেজ-এর জন্মদিন। ১৯৮৯ থেকে ১৯৯০ সাল —এই এক বছর ভারতের রেলমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি ভারতের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন।

বক্সার মোহাম্মদ আলীর প্রয়াণ দিবস

ছবি
বক্সার মোহাম্মদ আলীর প্রয়াণ দিবস বক্সার মোহাম্মদ আলীর প্রয়াণ দিবস (ছবি প্রতীকী) Boxer Muhammad Ali's Death Anniversary ২০১৬ সালে ৩ জুন। বিশ্ব বিখ্যাত বক্সার মোহাম্মদ আলী প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তাঁর আসল নাম ক্যাসিয়াস মার্সেলাস ক্লে জুনিয়র । তিনি সমগ্র বক্সিং জীবনে ৬১ টি লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন এবং   তার মধ্যে ৫৬ টিতে  জয়লাভ করেছিলেন। বক্সার মোহাম্মদ আলীর জন্ম নাম ক্যাসিয়াস মার্সেলাস ক্লে জুনিয়র । তিনি একজন মার্কিন পেশাদার মুষ্টিযোদ্ধা ছিলেন। তাঁকে সাধারণত ক্রীড়া ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ হেভিওয়েট হিসেবে গণ্য করা হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের  লুইসভিল শহরে ১৯৪২ সালের ১৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন। এবং ২০১৬ সালের ৩ জুন ৭৪ বছর বয়সে অ্যারিজোনা অঙ্গরাজ্যের স্কটসডেল শহরে মারা যান। মোহাম্মদ আলী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য  প্রাথমিক জীবন : ক্লে ১২ বছর বয়সে বক্সিং প্রশিক্ষণ শুরু করেন। ১৯৬০ সালের অলিম্পিকে তিনি লাইট হেভিওয়েট বিভাগে স্বর্ণপদক জয় করেন। একই বছরের ২৯ অক্টোবর তিনি পেশাদার বক্সিংয়ে আত্মপ্রকাশ ...

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে