হকি খেলোয়াড় ধ্যান চাঁদের জন্মদিন
হকি খেলোয়াড় ধ্যান চাঁদের জন্মদিন Hockey player Dhyan Chand's birthday ১৯০৫ সালের ২৯ আগস্ট। ‘ হকির জাদুকর ’ নামে পরিচিত ধ্যানচাঁদ জন্মগ্রহণ করেন এলাহাবাদ শহরে। তিনটি অলিম্পিক গেমসে তিনি স্বর্ণপদক লাভ করেন। ১৯৫৬ সালে পান পদ্মভূষণ পুরস্কার। তাঁর জন্মদিনটি জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হয় প্রতিবছর।