চেনাব সেতুর উদ্বোধন

চেনাব সেতুর উদ্বোধন চেনাব সেতুর উদ্বোধন, তথ্য তালাশ বিশ্বের সর্বোচ্চ রেলসেতুর উদ্বোধন World's highest railway bridge inaugurated ২০২৫ সালের ৬ই জুন। উদ্বোধন হল বিশ্বের সর্বোচ্চ রেলসেতুর । এই সেতুর নাম ‘ চেনাব সেতু ’ । সেতুটি চন্দ্রভাগা নদীর উপর অবস্থিত। উদ্বোধক হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । চিনাব সেতুর প্রধান স্থপতি গুয়াহাটি আইআইটির সহকারী অধ্যাপক মাধবী লাথা । বর্তমানে তিনি বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের প্রফেসর । রক ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞ। চীনাব সেতুর নির্মাণের পরিকল্পনা শুরু হয় ২০০৫ সালে। মূল কাজ শুরু হয় ২০১৭ সালে। এবং সেতুটি নির্মাণের কাজ শেষ হয় ২০২২ সালে। আর সেতুটির উদ্বোধন হয় ২০২৫ সালের ৬ই জুন শুক্রবার। চন্দ্রভাগা নদীর জলস্তর থেকে চেনাব সেতুর উচ্চতা ৩৫৯ মিটার। সেতুটি লম্বায় ১৩১৫ মিটার দীর্ঘ উধমপুর শ্রীনগর বারামুল্লাহ রেলওয়ে লিংকের এই সেতুর উপরে ইস্পাত দিয়ে তৈরি আর্চটি ৭৮৫মিটার লম্বা । চেনাব সেতু তৈরিতে ইস্পাত লেগেছে ২৮ হাজার ৬৬০ মেট্রিক টন । নির্মাতারা দাবি করেছেন এই সেতুটি ১২০ বছর নিশ্চিন্তে টিকে থাকবে । কারণ, সেতুট...