প্রথম স্পেস স্টেশন স্কাইল্যাব ভেঙে পড়ে
প্রথম স্পেস স্টেশন স্কাইল্যাব ভেঙে পড়ে The first space station, Skylab, collapsed. The-first-space-station-Skylab-collapsed ১৯৭৯ সালের ১১ জুলাই। মার্কিন স্পেস স্টেশন স্কাইল্যাব ভেঙে পড়ে। এটা আমেরিকা যুক্তরাষ্ট্রের তৈরি প্রথম স্পেস স্টেশন বা মহাকাশযান। ১৯৭৩ সালের ১৪ই মে তাকে মহাকাশে উৎক্ষেপণ করা হয়। এই উৎক্ষেপণ প্রক্রিয়া পরিচালিত হয়েছিল আমেরিকার বিখ্যাত মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার নেতৃত্বে । ১৯৭৯ সালের ১১ই জুলাই ভারত মহাসাগর ও অস্ট্রেলিয়ার মাঝামাঝি জায়গায় ভেঙে পড়ে। গুজব ছড়িয়েছিল, এটি পশ্চিমবঙ্গ এর উপর ভেঙে পড়বে। এবং গ্রামের পর গ্রাম ধ্বংস হয়ে যাবে। আমাদের গ্রামে এই গুজব এমন জায়গায় পৌঁছেছিল যে, মানুষজনের কেউ কেউ বাড়িতে থাকা হাঁস-মুরগি জবাই করে খাওয়া শুরু করেছিল।