পোস্টগুলি

সোনু নিগাম লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বিখ্যাত : তথ্য। তারিখ। মাস। বছর। বিষয়। ব্যক্তি খুঁজুন :

সোনু নিগমের জন্মদিন

সোনু নিগমের জন্মদিন Sonu Nigam's birthday ১৯৭৩ সালের ৩০ জুলাই। সনু নিগমের জন্মদিন। তাঁর জন্ম হয় হরিয়ানার ফরিদাবাদ শহরে। হিন্দি, কন্নড়, বাংলা, তামিল, তেলেগু সহ নানা ভাষায় তিনি গান গেয়ে খ্যাতি অর্জন করেছেন। ২০২২ সালে পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার। ভারতীয় সঙ্গীত জগতে তিনি অন্যতম বহুমুখী এবং সফল গায়কদের একজন হিসেবে পরিচিতি পেয়েছেন। প্রাথমিক জীবন :  সোনু নিগমের বাবার নাম আগম কুমার নিগম। হরিয়ানায় গায়ক হিসেবে তাঁর বিশেষ পরিচিতি ছিল। মাত্র চার বছর বয়স থেকেই সোনু নিগম বাবার সাথে মঞ্চে গান গাওয়া শুরু করেন। ছোটবেলায় তিনি মোহাম্মদ রফির গান গেয়ে বিশেষ পরিচিতি লাভ করেন।  সঙ্গীত জগতে প্রবেশ: ১৮ বছর বয়সে তিনি তাঁর বাবার সাথে মুম্বাই চলে আসেন এবং সঙ্গীত জগতে তাঁর পেশাদার জীবন শুরু করেন। সেখানে তিনি ওস্তাদ গুলাম মোস্তফা খানের কাছে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষণ নেন। কর্মজীবন: ১) প্লেব্যাক গায়ক হিসেবে উত্থান:  টি-সিরিজের গুলশান কুমার তাঁকে প্রথম সুযোগ দেন। 'বেওয়াফা সানাম' (১৯৯৫) ছবির 'আচ্ছা সিলা দিয়া তুনে' গানটি তাঁর কর্মজীবনের টার্নিং পয়েন্ট ছিল। এরপর থেকে...

🔰 তারিখ অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 মাস অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

🔰 বছর অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে