অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন
অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন : Abanindranath Tagore's birthday ১৮৭১ সালের ৭ আগস্ট। অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আজকের দিনে কলকাতার জোড়াসাঁকয় অবনীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। তিনি একজন প্রখ্যাত চিত্রশিল্পী। ‘ ভারত মাতা ’ চিত্রের জন্য তিনি ভারত বিখ্যাত হয়ে আছেন। ভারতের জাতীয়তাবাদী চিন্তা চেতনার বিকাশে এই চিত্রের ভূমিকা ঐতিহাসিকদের নজর কেড়েছে। তিনি চিত্রশিল্পী ছাড়াও একজন স্বনামধন্য শিশু সাহিত্যিক। তাঁর লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলো হল ‘ শকুন্তলা ’, ‘ ক্ষীরের পুতুল ’, ‘ বুড়ো আংলা ’, ‘ খাজাঞ্চির খাতা ’, ‘ রাজকাহিনী ’ ইত্যাদি।