হলদিঘাটের যুদ্ধ শুরু হয়
হলদিঘাটের যুদ্ধ শুরু হয় The Battle of Haldighat Begins ১৫৭৬ সালের ১৮ই জুন। মেওয়ারের (মেম্বারের) মহারানা প্রতাপ সিং ও মুঘল সম্রাট আকবরের সেনাপতি মানসিংহের মধ্যে হলদিঘাটের যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে মানসিং জয় লাভ করে এবং মহারানা প্রতাপ সিং পরাজিত হয়ে পালিয়ে যান। ফলে মেওয়ার (মেবার) মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়।