মোহনলাল-এর দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপ্তি
মোহনলাল-এর দাদাসাহেব ফালকে পুরস্কার ২০২৩ প্রাপ্তি : ২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর। মালায়ালি (মলিউড) সুপারস্টার মোহনলাল ‘ দাদা সাহেব ফালকে পুরস্কার ২০২৩ ’ লাভ করেন। এটি ভারতের ৭১ তম দাদা সাহেব ফালকে পুরস্কার । ভারতীয় সিনেমায় নজির সৃষ্টিকারী অবদানের জন্য প্রবাদপ্রতিম এই অভিনেতা পরিচালক ও প্রযোজককে এই পুরস্কার দেয়া হচ্ছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, তাঁর অতুলনীয় ও বহুমুখী প্রতিভা এবং অবিরাম পরিশ্রম ভারতীয় চলচ্চিত্রকে ‘ গোল্ডেন স্ট্যান্ডার্ড ’ দিয়েছে।২০০৪ সালে এই পুরস্কার পান মলিউড তারকা আদুর গোপালকৃষ্ণন । উল্লেখ্য, গত বছর এই পুরস্কার পেয়েছিলেন বাঙালি সুপারস্টার মিঠুন চক্রবর্তী । এবারের সিলেকশন কমিটিতে যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম সদস্য গতবারের দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ী মিঠুন চক্রবর্তী । এছাড়া ছিলেন শংকর মহাদেবন ও আশুতোষ গোয়াড়িকর। প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মোহনলালকে অভিনন্দন জানিয়ে তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘ অসাধারণ ও বহুমুখী প্রতিভার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন শ্রীমহলালজি। দশকের কালজয়ী কাজে ভর্তি তার ঝুলি। মালা...