পোস্টগুলি

বাংলার নবাবী লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

সিরাজউদ্দৌলার মৃত্যু দিন

সিরাজউদ্দৌলার মৃত্যু দিন ১৭৫৭ সালের ২ জুলাই। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়। এই দিনই প্রকৃত অর্থে বাংলার স্বাধীন নবাবী শাসনের অবসান ঘটে। পরবর্তীকালে যারা নবাব হয়েছিলেন তারা আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুতুল শাসক। ১৭৭২ সালে তা পুরোপুরি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়।

পলাশীর যুদ্ধ শুরু

পলাশীর যুদ্ধ শুরু The Battle of Plassey begins. ১৯৫৭ সালের ২৩ শে জুন। অবিভক্ত বাংলার (বাংলা, বিহার ও উড়িষ্যা) নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যুদ্ধ শুরু হয়। যুদ্ধটি শুরু হয়েছিল নদিয়া জেলার পলাশী নামক স্থানের একটি বৃহৎ আমবাগানে। এই যুদ্ধ ভারতের ইতিহাসে ‘ পলাশীর যুদ্ধ’ নামে পরিচিত। এই যুদ্ধে নবাবের পরাজয় হয় এবং ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়ে ওঠে।

সিরাজউদ্দৌলার কলকাতা পুনরুদ্ধার

সিরাজউদ্দৌলার কলকাতা পুনরুদ্ধার Siraj-ud-Daula's reconquest of Kolkata ১৭৫৬ সালের ২১ শে জুন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনী সিরাজদৌলার কাছে আত্মসমর্পণ করে। ফলে কলকাতার উপর নবাবের কর্তৃত্ব পুনঃ প্রতিষ্ঠিত হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অভিযোগ করে, সেই রাতে ১৪৬ জন ব্রিটিশ সৈন্যকে ফোর্ট উইলিয়ামের একটি ছোট্ট কুঠিতে আটকে রাখা হয়। ফলে দম বন্ধ হয়ে অনেকেই মারা যায়। এই ঘটনাকে অন্ধকূপ হত্যাকান্ড নামে ব্রিটিশ ঐতিহাসিকরা ব্যাখ্যা করে থাকেন। যদিও পরবর্তীকালে এই অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হয়।

সিরাজদ্দৌলার কলকাতা অভিযান

সিরাজদ্দৌলার কলকাতা অভিযান Siraj-ud-Daulah's reconquest of Kolkata ১৭৫৬ সালে ১৭ জুন। নবাব সিরাজউদ্দৌলা ইংরেজ দখল থেকে কলকাতা পুনরুদ্ধার অভিযান চালান।

মীরজাফর বাংলার নবাবী পদ লাভ করেন

মীরজাফর বাংলার নবাবী পদ লাভ করেন Mir-Jafar-becomes-Nawab-of-Bengal ১৭৫৭ সালের ২৮ শে মে মীরজাফরকে বাংলার নবাব ঘোষণা করল ব্রিটিশরা।

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে