পোস্টগুলি

সেপ্টেম্বর লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বিখ্যাত : তথ্য। তারিখ। মাস। বছর। বিষয়। ব্যক্তি খুঁজুন :

বিপ্লবী বাঘা যতীনের প্রয়াণ দিবস

বিপ্লবী বাঘা যতীনের প্রয়াণ দিবস : ১৯১৫ সালের ১০ সেপ্টেম্বর। বিপ্লবী বাঘাযতীন প্রয়াত হন। তৎকালীন উড়িষ্যার বালেশ্বর এ ব্রিটিশ বাহিনীর সঙ্গে যুদ্ধে তিনি গুরুতর আহত হন। এবং ১০ ই সেপ্টেম্বর তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র 35 বছর। বাঘা যতীনের প্রকৃত নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়।

মাতঙ্গিনী হাজরার শহীদ দিবস

মাতঙ্গিনী হাজরার শহীদ দিবস : Martyrdom Day of Matangini Hazra ১৯৪২ সালের ২৯ সেপ্টেম্বর। স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার শহীদ দিবস। ১৯৪২ সালের আজকের দিনে তিনি পুলিশের গুলিতে প্রাণ হারান। বর্তমান মেদিনীপুরের তমলুক শহরে প্রায় ছয় হাজার মানুষের একটি মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন এই বীরাঙ্গনা নারী। গান্ধীজীর ডাকা ভারত ছাড়ো আন্দোলনের সমর্থনে তিনি এই মিছিলের ডাক দিয়েছিলেন। মিছিল চলাকালীন পুলিশ তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। তিনি শহীদ হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। আরও পড়ুন : মাতঙ্গিনী হাজরার জন্ম, বংশ পরিচয় ও পারিবারিক জীবন। ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমা) অন্তর্গত হোগলা গ্রামে এক দরিদ্র কৃষক পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ১. মুখবন্ধ: স্বাধীনতা সংগ্রামে মাতঙ্গিনী হাজরার স্থান ও মেদিনীপুরের প্রেক্ষাপট ১.১. বাংলার নারী নেতৃত্বের প্রদীপ্ত প্রতীক: পরিচিতি ও ঐতিহাসিক গুরুত্ব মাতঙ্গিনী হাজরা (১৮৬৯/১৮৭০–১৯৪২) ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক ব্যতিক্রমী নারী চরিত্র। তাঁর মানবতাবাদী আদর্শ ও অহিংস আন্দোলনের প্রতি গ...

পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক - ২০১৬

পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক ২০১৬: Surgical Strike in Pakistan 2016 ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর। উরিতে জঙ্গি হামলা র পর ভারতীয় সেনা নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক করে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত জঙ্গি বেস ক্যাম্পে এই আক্রমণ হয়েছিল বলে ভারত দাবি করে। যদিও পাকিস্তান এই স্ট্রাইক এর কথা অস্বীকার করে।

ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন

ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন : Ishwar Chandra Vidyasagar's birthday ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। তাঁর প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ১৮২০ সালের আজকের দিনে বর্তমান মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি একাধারে একজন সমাজ সংস্কারক ও শিক্ষা সংস্কারক। বাংলা ভাষাকে আধুনিক রূপদান তাঁর হাতেই ঘটে।

হেমন্ত মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস

হেমন্ত মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস : Hemant Mukherjee's death anniversary Hemant-Mukherjees-death-anniversary ১৯৮৯ সালের ২৬ শে সেপ্টেম্বর। হেমন্ত মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস। ১৯৮৯ সালের আজকের দিনে তিনি কলকাতায় পরলোক গমন করেন। বাংলা সংগীত জগতের তিনি হলেন কিংবদন্তি সংগীতশিল্পী এবং সংগীত পরিচালক। চলচ্চিত্রে সেরা পুরুষ কণ্ঠশিল্পী হিসেবে তিনি দুবার জাতীয় পুরস্কার পেয়েছিলেন। হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন ।

ক্রিকেটার হ্যান্সি ক্রোনিয়ের জন্মদিন

ক্রিকেটার হ্যান্সি ক্রোনিয়ের জন্মদিন : Cricketer Hansie Cronje's birthday ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর। ক্রিকেটার হ্যান্সি ক্রোনিয়ের জন্মদিন। ১৯৬৯ সালের আজকের দিনে তিনি দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম ওয়েসেল জোহানেস ক্রোনিয়ে। তিনি হলেন দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। তিনি সারা জীবনে ৬৮ টি টেস্ট এবং ১৮৮ টি ওয়ান ডে (ওডিআই) ম্যাচ খেলেছেন।

অভিনেত্রী ক্যাথরিন জিটা জোন্স-এর জন্মদিন

অভিনেত্রী ক্যাথরিন জিটা জোন্স-এর জন্মদিন : Actress Catherine Zeta Jones's birthday ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর। অভিনেত্রী ক্যাথরিন জিটা জোন্স জন্মগ্রহণ করেন। তাঁর জন্ম হয় ওয়েলসের সোয়ানসি শহরে। তার উল্লেখযোগ্য সিনেমাগুলি হল দ্যা মাস্ক অফ দ্য জোলো, ট্রাফিক, শিকাগো, দ্য টার্মিনাল, ব্রোকেন সিটি ইত্যাদি। 

অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর জন্মদিন

অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর জন্মদিন : Actress Mahua Roychowdhury's birthday ১৯৫৮ সালের ২৪ সেপ্টেম্বর। অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর জন্মদিন । ১৯৫৮ সালের আজকের দিনে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর আসল নাম ছিল শিপ্রা রায় চৌধুরী । ‘ শ্রীমান পৃথ্বীরাজ ’, ‘ দাদার কীর্তি ’, ‘ আদমি অর অওরাত ’ ইত্যাদি ছিল তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র। সালে মহুয়া রায়চৌধুরী প্রয়াত হন।

প্রথম টি-২০ বিশ্বকাপ জয়

প্রথম টি-২০ বিশ্বকাপ জয় ২০০৭ সালের ২৪ সেপ্টেম্বর। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হয় প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল খেলা হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে। ভারত ফাইনালে জয়লাভ করেছিল মাত্র পাঁচ রানের। ‘ প্লেয়ার অফ দ্যা ম্যাচ ’ হয়েছিলেন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান ।

মোহনলাল-এর দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপ্তি

মোহনলাল-এর দাদাসাহেব ফালকে পুরস্কার ২০২৩ প্রাপ্তি : ২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর। মালায়ালি (মলিউড) সুপারস্টার মোহনলাল ‘ দাদা সাহেব ফালকে পুরস্কার ২০২৩ ’ লাভ করেন। এটি ভারতের ৭১ তম দাদা সাহেব ফালকে পুরস্কার ।  ভারতীয় সিনেমায় নজির সৃষ্টিকারী অবদানের জন্য প্রবাদপ্রতিম এই অভিনেতা পরিচালক ও প্রযোজককে এই পুরস্কার দেয়া হচ্ছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, তাঁর অতুলনীয় ও বহুমুখী প্রতিভা এবং অবিরাম পরিশ্রম ভারতীয় চলচ্চিত্রকে ‘ গোল্ডেন স্ট্যান্ডার্ড ’ দিয়েছে।২০০৪ সালে এই পুরস্কার পান মলিউড তারকা আদুর গোপালকৃষ্ণন । উল্লেখ্য, গত বছর এই পুরস্কার পেয়েছিলেন বাঙালি সুপারস্টার মিঠুন চক্রবর্তী । এবারের সিলেকশন কমিটিতে যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম সদস্য গতবারের দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ী মিঠুন চক্রবর্তী । এছাড়া ছিলেন শংকর মহাদেবন ও আশুতোষ গোয়াড়িকর। প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মোহনলালকে অভিনন্দন জানিয়ে তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘ অসাধারণ ও বহুমুখী প্রতিভার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন শ্রীমহলালজি। দশকের কালজয়ী কাজে ভর্তি তার ঝুলি। মালা...

আম্পায়ার ডিকি বার্ড-এর প্রয়াণ দিবস

আম্পায়ার ডিকি বার্ড-এর প্রয়াণ দিবস ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর। আম্পায়ার ডিকি বার্ড -প্রয়াত হন ইয়র্নিকশায়ারে নিজের বাড়িতে। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর পুরো নাম হ্যারল্ড ডেনিস বার্ড । আন্তর্জাতিক ক্রিকেটে তিনি মোট ৬৬টি টেস্ট এবং ৬৯টি ওয়ান ডে ম্যাচে আম্পায়ারিং করেছেন। ১৯৭৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং করেছেন। তাঁর পরিচালনায় উল্লেখযোগ্য ম্যাচ হল ১৯৮৩ সালে লর্ডসে ভারতের প্রথমবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া। ১৯৯৬ সালে লোডসে ভারত ইংল্যান্ডের যে টেস্ট ম্যাচে সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়ের অভিষেক হয়েছিল সেখানেও তিনি আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন।

গুরু নানকের প্রয়াণ দিবস

গুরু নানকের প্রয়াণ দিবস : Death Anniversary of Guru Nanak ১৫৩৯ সালের ২২ সেপ্টেম্বর। গুরু নানকের প্রয়াণ দিবস । ১৫৩৯ সালের আজকের দিনে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক প্রায়ত হন। গুরু নানক মারা যান বয়স ৭০ বছর বয়সে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত কর্তারপুর অঞ্চলে। বর্তমানে এটি পাকিস্তানে অবস্থিত। শিখ ধর্মের দশম গরুদের মধ্যে তিনি ছিলেন প্রথম গুরু । তাঁর বাণী সম্বলিত গ্রন্থের নাম ‘ গ্রন্থ সাহেব ’। এটাই শিখ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ।

মনসুর আলী খান পতৌদির প্রয়াণ দিবস

মনসুর আলী খান পতৌদির প্রয়াণ দিবস : Death anniversary of Mansoor Ali Khan Pataudi ২০১১ সালের ২২ সেপ্টেম্বর। ক্রিকেটার মানসুর আলী খান পতৌদির প্রয়াণ দিবস। ২০১১ সালের আজকের দিনে তিনি প্রয়াত হন। তাঁর অধিনায়কত্বেই ভারত বিদেশে প্রথম টেস্ট সিরিজ যেতে। তিনি ৪৬ টি টেস্ট ম্যাচ খেলে ২৭৯৩ রান করেছিলেন।

বিশ্ব অ্যালজেইমার্স দিবস

ছবি
বিশ্ব অ্যালজেইমার্স দিবস বিশ্ব অ্যালজেইমার্স দিবস World Alzheimer's Day ১৯৯৪ সালের ২১ সেপ্টেম্বর। বিশ্ব অ্যালজাইমার্স দিবস । ১৯৯৪ সালে প্রথমবার এই দিনটি আলজাইমার্স দিবস হিসাবে পালিত হয়েছিল । ২০১২ সাল থেকে ২১শে সেপ্টেম্বর বিশ্ব অ্যালজাইমার্স দিবস পালনের পাশাপাশি সেপ্টেম্বর মাসটিকে ‘ বিশ্ব অ্যালঝাইমার্স মাস ’ হিসেবে পালন করা হয়, যাতে সারা মাস জুড়ে এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম চালানো যায়। “বিশ্বজুড়ে ৫৫ মিলিয়নেরও বেশি মানুষ এই ভয়াবহ রোগে (অ্যালঝাইমার্স) আক্রান্ত হয়।” প্রতি বছর ২১শে সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব অ্যালজেইমার্স দিবস। এটি অ্যালজেইমার্স রোগ এবং অন্যান্য ডিমেনশিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং কলঙ্ককে চ্যালেঞ্জ করার জন্য একটি বিশ্বব্যাপী প্রচেষ্টা। অ্যালঝাইমার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছে, বিশ্বজুড়ে ৫৫ মিলিয়নেরও বেশি মানুষ এই ভয়াবহ রোগে আক্রান্ত হয়। অ্যালঝাইমার্সের ঝুঁকি ও কিছু তথ্য : প্রতি ৩ জনের মধ্যে ১ জন বয়স্ক ব্যক্তি আলঝাইমার বা অন্য কোনও ডিমেনশিয়ায় মারা যান । এটি স্তন ক্যান্সার এবং প্রোস্টেট ক্যান্সারের চেয়েও বেশি মৃত্যু ঘটায়। ভারতে এই মুহূর...

অ্যানি বেসান্তের প্রয়াণ দিবস

অ্যানি বেসান্তের প্রয়াণ দিবস : Annie Besant's Death Anniversary ১৯৩৩ সালের ২০ সেপ্টেম্বর। অ্যানি বেসান্তের প্রয়াণ দিবস। ১৯৩৩ সালের আজকের দিনে চেন্নাইয়ে ৮৫ বছর বয়সে তিনি প্রয়াত হন। ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ১৯১৭ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন।

কান চলচ্চিত্র উৎসবের সূচনা

কান চলচ্চিত্র উৎসবের সূচনা : Cannes Film Festival begins ১৯৪৬ সালের ২০ সেপ্টেম্বর। ‘কান চলচ্চিত্র উৎসবে’র সূচনা হয়। প্রসঙ্গত উল্লেখ করা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কান চলচ্চিত্র উৎসবের সূচনা সময় ৭ বছর পিছিয়ে যায়। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে কান চলচ্চিত্র উৎসব হল সবচেয়ে জনপ্রিয় উৎসবগুলোর একটি।

উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলা

উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলা : Terrorist attack on Uri army base ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর। জম্মু ও কাশ্মীরের উরিতে অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর সেনাঘাঁটিতে ভোর ৫ টা ৩০ মিনিটে ৪ জন সশস্ত্র জঙ্গি হামলা চালায়। প্রায় ছয় ঘন্টার গুলির লড়াইয়ে ১৯ জন সেনা শহীদ হন এবং আহত হন প্রায় ৩০ জন।

সিকিম নেপাল সীমান্তে ভূমিকম্প

সিকিম নেপাল সীমান্তে ভূমিকম্প : Earthquake hits Sikkim-Nepal border ২০১১ সালের ১৮ সেপ্টেম্বর। সিকিম ও নেপালের সীমান্তবর্তী এলাকায় ভয়ংকর ভূমিকম্প সংঘটিত হয়। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সিকিম-নেপাল সীমান্তে কাঞ্চনজঙ্ঘা সংরক্ষিত এলাকায়। ১৮ ই সেপ্টেম্বর সন্ধ্যে ছটা দশ মিনিটে এই ভূমিকম্প শুরু হয়। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৯। এই ঘটনায় প্রায় ১১১ জন সাধারণ মানুষ নিহত হন এবং ক্ষতিগ্রস্ত হন অসংখ্য মানুষ।

নরেন্দ্র মোদির জন্মদিন

নরেন্দ্র মোদির জন্মদিন : Narendra Modi's birthday Narendra-Modis-birthday ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর। আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। তাঁর পুরো নাম নরেন্দ্র দামোদরদাস মোদী। তিনি ১৯১৪ সাল থেকে আজকের দিন (২০২৫) পর্যন্ত প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব পালন করছেন। ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন।

ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের এর জন্মদিন

ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের এর জন্মদিন : Cricketer Ravichandran Ashwin's birthday ১৯৮৬ সালের ১৭ সেপ্টেম্বর। ক্রিকেটার রবিচন্দ্রন অশ্নিন জন্মগ্রহণ করেন। খ্যাতনামা এই ক্রিকেটার টেস্টে ছয়টি শত রান করেছেন। টেস্ট, একদিনের ম্যাচ এবং টি-টোয়েন্টি মিলিয়ে তাঁর মোট উইকেট সংখ্যা যথাক্রমে ৫৩৭, ১৫৬ এবং ৭২।

🔰 তারিখ অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 মাস অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

🔰 বছর অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে