পোস্টগুলি

২০১৬ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বিখ্যাত : তথ্য। তারিখ। মাস। বছর। বিষয়। ব্যক্তি খুঁজুন :

পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক - ২০১৬

পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক ২০১৬: Surgical Strike in Pakistan 2016 ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর। উরিতে জঙ্গি হামলা র পর ভারতীয় সেনা নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক করে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত জঙ্গি বেস ক্যাম্পে এই আক্রমণ হয়েছিল বলে ভারত দাবি করে। যদিও পাকিস্তান এই স্ট্রাইক এর কথা অস্বীকার করে।

উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলা

উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলা : Terrorist attack on Uri army base ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর। জম্মু ও কাশ্মীরের উরিতে অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর সেনাঘাঁটিতে ভোর ৫ টা ৩০ মিনিটে ৪ জন সশস্ত্র জঙ্গি হামলা চালায়। প্রায় ছয় ঘন্টার গুলির লড়াইয়ে ১৯ জন সেনা শহীদ হন এবং আহত হন প্রায় ৩০ জন।

মহাশ্বেতা দেবীর প্রয়াণ দিবস

মহাশ্বেতা দেবীর প্রয়াণ দিবস : Death anniversary of Mahasweta Devi ২০১৬ সালের ২৮ জুলাই । মহাশ্বেতা দেবীর প্রয়াণ দিবস । মহাশ্বেতা দেবী একজন প্রথিতযশা সাহিত্যিক। তাঁর অসামান্য রচনাগুলির মধ্যে উল্লেখযোগ্য কিছু রচনা হল ‘ হাজার চুরাশির মা ’, ‘ অরণ্যের অধিকার ’ ইত্যাদি। সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি একাধারে পেয়েছেন পদ্মশ্রী , জ্ঞানপীঠ , সাহিত্য একাডেমী র মতো দেশি এবং বিদেশি বড় মাপের সম্মাননা।

বক্সার মোহাম্মদ আলীর প্রয়াণ দিবস

ছবি
বক্সার মোহাম্মদ আলীর প্রয়াণ দিবস বক্সার মোহাম্মদ আলীর প্রয়াণ দিবস (ছবি প্রতীকী) Boxer Muhammad Ali's Death Anniversary ২০১৬ সালে ৩ জুন। বিশ্ব বিখ্যাত বক্সার মোহাম্মদ আলী প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তাঁর আসল নাম ক্যাসিয়াস মার্সেলাস ক্লে জুনিয়র । তিনি সমগ্র বক্সিং জীবনে ৬১ টি লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন এবং   তার মধ্যে ৫৬ টিতে  জয়লাভ করেছিলেন। বক্সার মোহাম্মদ আলীর জন্ম নাম ক্যাসিয়াস মার্সেলাস ক্লে জুনিয়র । তিনি একজন মার্কিন পেশাদার মুষ্টিযোদ্ধা ছিলেন। তাঁকে সাধারণত ক্রীড়া ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ হেভিওয়েট হিসেবে গণ্য করা হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের  লুইসভিল শহরে ১৯৪২ সালের ১৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন। এবং ২০১৬ সালের ৩ জুন ৭৪ বছর বয়সে অ্যারিজোনা অঙ্গরাজ্যের স্কটসডেল শহরে মারা যান। মোহাম্মদ আলী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য  প্রাথমিক জীবন : ক্লে ১২ বছর বয়সে বক্সিং প্রশিক্ষণ শুরু করেন। ১৯৬০ সালের অলিম্পিকে তিনি লাইট হেভিওয়েট বিভাগে স্বর্ণপদক জয় করেন। একই বছরের ২৯ অক্টোবর তিনি পেশাদার বক্সিংয়ে আত্মপ্রকাশ ...

🔰 তারিখ অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 মাস অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

🔰 বছর অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে