বদরুদ্দিন ওমর-এর প্রয়াণ দিবস
বদরুদ্দিন ওমর-এর প্রয়াণ দিবস : Death anniversary of Badruddin Umar আজ ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর। বদরুদ্দীন ওমর-এর প্রয়াণ দিবস। আজ সকালে ৯৩ বছর বয়সে তিনি প্রয়াত হন। তিনি বাংলাদেশের মার্কসবাদী তাত্ত্বিক, অধ্যাপক, লেখক, ইতিহাসবিদ ও রাজনীতিবিদ হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী লেলিনবাদী) নেতা ছিলেন। জন্ম ও বংশ পরিচয় : ১৯৩১ সালের ২০ ডিসেম্বর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির বর্ধমান শহরে জন্মগ্রহণ করেন। বদরুদ্দীন উমরদের পৈতৃক নিবাস ছিল বর্তমান পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোর্ট থানার কাসেমনগর গ্রাম। এই গ্রামের পূর্ব নাম কাশিয়াড়া। এই পরিবারের আসল ওরিজিন হল তুরস্কের বাণিজ্যিক রাজধানী ইস্তাম্বুল। এই ইস্তাম্বুলের পূর্ব নাম কন্সান্টিনোপাল। কালক্রমে তারা ভারতের বর্ধমানে আসেন। তারপর মঙ্গলকোর্ট থানার কাসেমনগর(কাশিয়াড়া) গ্রামে বসবাস শুরু করেন। তাঁর পিতার নাম আবুল হাশিম ও মাতার নাম মাহমুদা আখতার মেহেরবানু বেগম। যদিও তার পিতা আবুল হাশিম—একজন সাম্যবাদী—পাকিস্তান সৃষ্টির বিরোধী ছিলেন, তথাপি তিনি পূর্ব পাকিস্তানে চলে যাবার সিদ্ধান্ত নেন এবং ১৯৫০ ...