অসমের বাংলা ভাষা আন্দোলন
অসমের বাংলা ভাষা আন্দোলন : Bengali Language Movement in Assam ১৯৬১ সালের ১৯শে মে। ভারতের অসম রাজ্যের শিলচর স্টেশনে পুলিশের গুলিতে নিহত হন ১১ জন বাঙালি। বাংলাকে অস্বীকার করে অহমিয়াকেই একমাত্র সরকারি ভাষা হিসাবে ঘোষণা করায় এখানকার বাঙালিরা অসম সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। আসামের ভাষা আন্দোলন (১৯৬০-৬১) কারণ: ১৯৬০ সালে আসাম সরকার অসমীয়া ভাষা কে রাজ্যের একমাত্র সরকারি ভাষা হিসেবে ঘোষণা করে, যা বাংলাভাষী মানুষদের (বরাক উপত্যকা সহ) ক্ষুব্ধ করে। এর প্রতিবাদে বাংলাভাষী ছাত্র-জনতা আন্দোলন গড়ে তোলে, বিশেষ করে শিলচর, করিমগঞ্জ ও কাছাড় অঞ্চলে। এর মূল যে সমস্ত কারণ ছিল — ১) অসমীয়াকে একমাত্র সরকারি ভাষা করার প্রচেষ্টা: রাজ্য সরকার ১৯৬০ সালে অসমীয়া ভাষাকে রাজ্যের একমাত্র সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য একটি বিল আনে । এর ফলে বাংলাভাষী অঞ্চলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ২) ভাষাগত বৈষম্য: বাংলাভাষী জনগণ আশঙ্কা করছিলেন যে সরকারি ভাষা অসমীয়া হলে শিক্ষা, চাকরি এবং অন্যান্য সুযোগের ক্ষেত্রে তারা বৈষম...