পোস্টগুলি

২৬ তারিখ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বিখ্যাত : তথ্য। তারিখ। মাস। বছর। বিষয়। ব্যক্তি খুঁজুন :

ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন

ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন : Ishwar Chandra Vidyasagar's birthday ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। তাঁর প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ১৮২০ সালের আজকের দিনে বর্তমান মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি একাধারে একজন সমাজ সংস্কারক ও শিক্ষা সংস্কারক। বাংলা ভাষাকে আধুনিক রূপদান তাঁর হাতেই ঘটে।

হেমন্ত মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস

হেমন্ত মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস : Hemant Mukherjee's death anniversary Hemant-Mukherjees-death-anniversary ১৯৮৯ সালের ২৬ শে সেপ্টেম্বর। হেমন্ত মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস। ১৯৮৯ সালের আজকের দিনে তিনি কলকাতায় পরলোক গমন করেন। বাংলা সংগীত জগতের তিনি হলেন কিংবদন্তি সংগীতশিল্পী এবং সংগীত পরিচালক। চলচ্চিত্রে সেরা পুরুষ কণ্ঠশিল্পী হিসেবে তিনি দুবার জাতীয় পুরস্কার পেয়েছিলেন। হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন ।

‘পথের পাঁচালী’ সিনেমা মুক্তি পায়

‘পথের পাঁচালী’ সিনেমা মুক্তি পায় : The movie 'Pather Panchali' was released  ১৯৫৫ সালের ২৬ আগস্ট। সত্যজিৎ রায় পরিচালিত ‘পথের পাঁচালী’ মুক্তি পায়। ছবিটি ১৯৫৫ সালে জাতীয় পুরস্কার ও ১৯৫৬ সালে কান চলচ্চিত্র উৎসবে বেস্ট হিউম্যান ডকুমেন্ট হিসেবে পুরস্কৃত হয়।

মাদার টেরেসার জন্মদিন

মাদার টেরেসার জন্মদিন : ১৯১০ সালের ২৬ আগস্ট। মাদার টেরেসার জন্মদিন। ১৯৫০ সালের ৭ অক্টোবর তিনি কলকাতায় প্রতিষ্ঠা করেন ‘ মিশনারিজ অফ চ্যারিটি ’। ১৯৭৯ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান।

🔰 তারিখ অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 মাস অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

🔰 বছর অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে