রাজ কাপুরের প্রয়াণ দিবস
রাজ কাপুরের প্রয়াণ দিবস Raj Kapoor's death anniversary ১৯৮৮ সালের ২রা জুন। রাজ কাপুর ৬৩ বছর বয়সে মারা যান। তার পরিচালিত বিখ্যাত ছবিগুলির মধ্যে ‘আওয়ারা’, ‘বুট পালিশ’, ‘শ্রী ৪২০’, ‘মেরা নাম জোকার’ অন্যতম। ১৯৭১ সালে ভারত সরকারের কাছ থেকে পেয়েছেন পদ্মভূষণ সম্মান ।