ধূমকেতু পত্রিকা প্রকাশিত হয়
‘ধূমকেতু’ পত্রিকা প্রকাশিত হয় : ‘Dhumketu’ Magazine is published ১৯২২: কাজী নজরুল ইসলাম সম্পাদিত 'ধূমকেতু' পত্রিকা প্রকাশিত হয়। প্রথম সংখ্যায় 'ধূমকেতু' কবিতা প্রকাশিত হয়। 'আনন্দময়ীর আগমনে' প্রকাশিত হলে সংখ্যাটি নিষিদ্ধ করে ব্রিটিশ সরকার।