পোস্টগুলি

ভাস্কো দা গামা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ভাস্কোদাগামা ভারত আগমন

ভাস্কোদাগামা ভারত আগমন Vasco da Gama arrives in India Vasco-da-Gama-arrives-in-India ১৪৯৮ সালের ২০ মে। এই দিন পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা প্রথম ভারতে উপস্থিত হন। তিনি প্রথম ইউরোপীয় যিনি জলপথে ভারতে এসে পৌঁছান।

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে