পোস্টগুলি

আচার্য প্রফুল্লচন্দ্র রায় লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মদিন

ছবি
আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মদিন : আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মদিন Birthday of Acharya Prafulla Chandra Roy ১৮৬১ সালে ২ আগস্ট। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিন।অবিভক্ত বাংলার খুলনা জেলার রাড়ুলি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি  একাধারে একজন বিজ্ঞানী এবং উদ্যোগপতি। বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস এর প্রতিষ্ঠাতা করে ভারতের বিজ্ঞান গবেষণাকে এগিয়ে নিয়ে যান। আচার্য প্রফুল্লচন্দ্র রায় (Acharya Prafulla Chandra Ray, ১৮৬১ - ১৯৪৪) ছিলেন একজন কিংবদন্তি বাঙালি রসায়নবিদ, শিক্ষাবিদ, দার্শনিক, ইতিহাসবিদ, উদ্যোক্তা এবং দানবীর। তাঁকে  ভারতীয় রসায়ন বিজ্ঞানের জনক  ও ভারতীয় রাসায়নিক শিল্পের পথিকৃৎ হিসেবে সম্মান করা হয়। তাঁর জীবন ও কর্ম ছিল বৈচিত্র্যময় এবং গভীরভাবে অনুপ্রেরণাদায়ক। জন্ম ও প্রারম্ভিক জীবন : জন্ম: ২রা আগস্ট, ১৮৬১, ররুলি-কাটিপাড়া গ্রাম, খুলনা জেলা (বর্তমানে বাংলাদেশে)। পিতা: হরিশ্চন্দ্র রায় (প্রগতিশীল চিন্তাধারার জমিদার)। মাতা: ভুবনমোহিনী দেবী। শিক্ষা জীবন : প্রাথমিক শিক্ষা: গ্রামের পাঠশালা ও পিতার কাছে প্রাথমিক শিক্ষা। কলকাতার হেয়...

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে