পোস্টগুলি

বিমান দুর্ঘটনা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা

এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা : Air India Plane Crash : ২০২৫ সালের ১২ ই জুন। এয়ার ইন্ডিয়ার ইন্ডিয়ার ফ্লাইট (নং এআই ১৭১ ) ২৩২ জন যাত্রী এবং ১০ জন বিমান কর্মীকে নিয়ে ভেঙে পড়ে। ঘটনাটি ঘটে ১২ই জুন বৃহস্পতিবার দুপুর বেলা । আমেদাবাদ এয়ারপোর্ট থেকে টেক-অফের পর কয়েক মুহূর্তের মধ্যেই (৪০ সেকেন্ডের মধ্যে) ‘ বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার’ নামে বিমানটি ভেঙে পড়ে। বিমানবন্দর থেকে একটু দূরে মেঘানিনগরের অবস্থিত বি জে মেডিকেল কলেজের হোস্টেলে, যেখানে ডাক্তারি পড়তে আসা ছাত্ররা দুপুরের খাবার খাচ্ছিলেন, সেখানে ঢুকে পড়ে। বিস্ময়কর ঘটনা : সৌভাগ্যবশত এই বিমানের মাত্র একজন যাত্রী বেঁচে যান। নাম বিশ্বাস কুমার রমেশ । বিমানে তার সিট নাম্বার ছিল ১১ এ। বিমানটি ভেঙ্গে পড়ার কিছুক্ষণ বাদে দেখা যায় ধ্বংসস্তূপ থেকে তিনি সামান্য খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে আসছেন। বিমানের ক্যাপ্টেন : 🧑‍✈️এই বিমানের ক্যাপ্টেন ছিলেন সুমিত সাবারওয়াল । ঠান্ডা মাথা, মুহূর্তেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, একই সঙ্গে নেতৃত্ব দেওয়ার অনন্য ক্ষমতার অধিকারী ছিলেন তিনি। এয়ার ইন্ডিয়া ড্রিমলাইনার বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল ৮২০০ ঘন্টা ...

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে