এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা
এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা : Air India Plane Crash : ২০২৫ সালের ১২ ই জুন। এয়ার ইন্ডিয়ার ইন্ডিয়ার ফ্লাইট (নং এআই ১৭১ ) ২৩২ জন যাত্রী এবং ১০ জন বিমান কর্মীকে নিয়ে ভেঙে পড়ে। ঘটনাটি ঘটে ১২ই জুন বৃহস্পতিবার দুপুর বেলা । আমেদাবাদ এয়ারপোর্ট থেকে টেক-অফের পর কয়েক মুহূর্তের মধ্যেই (৪০ সেকেন্ডের মধ্যে) ‘ বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার’ নামে বিমানটি ভেঙে পড়ে। বিমানবন্দর থেকে একটু দূরে মেঘানিনগরের অবস্থিত বি জে মেডিকেল কলেজের হোস্টেলে, যেখানে ডাক্তারি পড়তে আসা ছাত্ররা দুপুরের খাবার খাচ্ছিলেন, সেখানে ঢুকে পড়ে। বিস্ময়কর ঘটনা : সৌভাগ্যবশত এই বিমানের মাত্র একজন যাত্রী বেঁচে যান। নাম বিশ্বাস কুমার রমেশ । বিমানে তার সিট নাম্বার ছিল ১১ এ। বিমানটি ভেঙ্গে পড়ার কিছুক্ষণ বাদে দেখা যায় ধ্বংসস্তূপ থেকে তিনি সামান্য খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে আসছেন। বিমানের ক্যাপ্টেন : 🧑✈️এই বিমানের ক্যাপ্টেন ছিলেন সুমিত সাবারওয়াল । ঠান্ডা মাথা, মুহূর্তেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, একই সঙ্গে নেতৃত্ব দেওয়ার অনন্য ক্ষমতার অধিকারী ছিলেন তিনি। এয়ার ইন্ডিয়া ড্রিমলাইনার বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল ৮২০০ ঘন্টা ...