এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা
এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা :
Air India Plane Crash :
২০২৫ সালের ১২ ই জুন। এয়ার ইন্ডিয়ার ইন্ডিয়ার ফ্লাইট (নং এআই ১৭১) ২৩২ জন যাত্রী এবং ১০ জন বিমান কর্মীকে নিয়ে ভেঙে পড়ে। ঘটনাটি ঘটে ১২ই জুন বৃহস্পতিবার দুপুর বেলা। আমেদাবাদ এয়ারপোর্ট থেকে টেক-অফের পর কয়েক মুহূর্তের মধ্যেই (৪০ সেকেন্ডের মধ্যে) ‘বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার’ নামে বিমানটি ভেঙে পড়ে। বিমানবন্দর থেকে একটু দূরে মেঘানিনগরের অবস্থিত বি জে মেডিকেল কলেজের হোস্টেলে, যেখানে ডাক্তারি পড়তে আসা ছাত্ররা দুপুরের খাবার খাচ্ছিলেন, সেখানে ঢুকে পড়ে।বিস্ময়কর ঘটনা :
সৌভাগ্যবশত এই বিমানের মাত্র একজন যাত্রী বেঁচে যান। নাম বিশ্বাস কুমার রমেশ। বিমানে তার সিট নাম্বার ছিল ১১ এ। বিমানটি ভেঙ্গে পড়ার কিছুক্ষণ বাদে দেখা যায় ধ্বংসস্তূপ থেকে তিনি সামান্য খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে আসছেন।
বিমানের ক্যাপ্টেন :
🧑✈️এই বিমানের ক্যাপ্টেন ছিলেন সুমিত সাবারওয়াল। ঠান্ডা মাথা, মুহূর্তেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, একই সঙ্গে নেতৃত্ব দেওয়ার অনন্য ক্ষমতার অধিকারী ছিলেন তিনি। এয়ার ইন্ডিয়া ড্রিমলাইনার বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল ৮২০০ ঘন্টা। এদিন সুমিতের হাতেই ছিল এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত এআই ১৭১(ফ্লাইট নাম্বার) বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারকে লন্ডনে পৌঁছে দেওয়ার দায়িত্ব।
👮বিমানের কো পাইলট ছিলেন ফাস্ট অফিসার ক্লাইভ কুন্দর। তাঁর ছিল ১ হাজার ১০০ ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা।
বিমান পরিবহনে চূড়ান্ত এমার্জেন্সি সিচুয়েশনে পাইলট ককপিট থেকে ‘মে-ডে কল’ করেন। এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) এর সঙ্গে কমিউনিকেশনে পাইলট কার্যত মেডে মেডে বলে চেঁচান। পাইলট ও কো-পাইলট সুমিত ও ক্লাইভ প্রাণপণে ‘মে-ডে কল’ করেন। আমেদাবাদের এটিসি থেকে পাল্টা জানতে চাওয়া হয় ‘রিকোয়েস্ট কলসাইন (ফ্লাইট নাম্বার) অফ দা এয়ারক্রাফ্ট।’ কিন্তু তার কোন উত্তর আসেনি। পরের মুহূর্তেই এটিসি অফিসারদের চোখের সামনেই টেক অফ এর কয়েক সেকেন্ডের মধ্যে এয়ারপোর্টের পাচিলের ওপাশে ভেঙে পড়ে লন্ডনগামী ওই ফ্লাইট। তারপরেই কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ।
‘মে-ডে কল’ সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
উল্লেখযোগ্য মৃত ব্যক্তি :
গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপিনি এই দুর্ঘটনায় মারা যান।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যাত্রীদের মধ্যে
- ১৫৯ জন ভারতীয়।
- ৫৩ জন ব্রিটিশ নাগরিক, এবং
- সাতজন পর্তুগিজ নাগরিক ছিলেন।
- কানাডার একজন নাগরিক ছিলেন।
মেডিকেল কলেজ জানিয়েছে :
তাদের হোস্টেলের পাঁচজন চিকিৎসক-ছাত্র এই ঘটনায় মারা গিয়েছেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন