সংগীত শিল্পী বেগম আক্তারের জন্মদিন
ভারতীয় সংগীত শিল্পী বেগম আক্তারের জন্মদিন : Birthday of Indian music artist Begum Akhtar Birthday-of-Indian-music-artist-Begum-Akhtar ১৯১৪ সালের ৭ অক্টোবর। ভারতীয় ধ্রুপদী সংগীত শিল্পী বেগম আক্তারের জন্মদিন। ১৯১৪ সালের আজকের দিনে তিনি উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেন। ১৯৬৮ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী এবং ১৯৭৫ সালে পদ্মভূষণ সম্মান প্রদান করে। তার আসল নাম আখতারি বাই ফইজাবাদি।