পোস্টগুলি

সেলিম আলী লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

পক্ষী বিশারদ সালিম আলীর প্রয়াণ দিবস

পক্ষী বিশারদ সালিম আলীর প্রয়াণ দিবস Death anniversary of ornithologist Salim Ali ১৯৮৭ সালের ২০ শে জুন । প্রখ্যাত ভারতীয় পক্ষীবিদ সালিম আলী প্রয়াত হন। তিনি ভারতপুর পক্ষী অভয়ারণ্য প্রতিষ্ঠা করে খ্যাতি অর্জন করেন। ভারতের পক্ষী মানব হিসেবে পরিচিত সালিম আলী ১৯৫৮ সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন। পক্ষী বিষয়ে তাঁর একাধিক বই ভুবন বিখ্যাত হয়ে আছে। প্রখ্যাত ভারতীয় পক্ষীবিদ ড. সালিম আলী ১৯৮৭ সালের ২০ জুন মৃত্যুবরণ করেন। তিনি ‘ ভারতের পক্ষীবিদ্যার জনক ’ নামে পরিচিত এবং ভারতের পাখি সংরক্ষণ আন্দোলনের অগ্রদূত ছিলেন। তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয় ভারতপুর পক্ষী অভয়ারণ্য (বর্তমানে কেওলাদেও জাতীয় উদ্যান ) প্রতিষ্ঠার মাধ্যমে, যা আজ বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে স্বীকৃত। সালিম আলীর জীবন ও কাজ: জন্ম: ১৮৯৬ সালের ১২ নভেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। শিক্ষা : প্রাথমিকভাবে প্রাকৃতিক ইতিহাসে আগ্রহী হন, পরে বার্লিন বিশ্ববিদ্যালয়ে পক্ষীবিদ্যায় বিশেষজ্ঞ হন। গবেষণা : ভারতীয় পাখির ওপর বহু গ্রন্থ রচনা করেন, যার মধ্যে ‘ দ্য বুক অফ ইন্ডিয়ান বার্ডস ’ সবচেয়ে বিখ্যাত। অবদান : ১) তিনি ভারতপুর (কেওলাদেও) ...

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে