পোস্টগুলি

বিখ্যাত : তথ্য। তারিখ। মাস। বছর। বিষয়। ব্যক্তি খুঁজুন :

বল্লভভাই প্যাটেলের প্রয়াণ দিবস

বল্লভভাই প্যাটেলের প্রয়াণ দিবস : Vallabhbhai Patel's death anniversary ১৯৫০ সালের ১৫ ডিসেম্বর। সর্দার বল্লভভাই প্যাটেলে র প্রয়াণ দিবস। ১৯৫০ সালের আজকের দিনে তিনি মুম্বাইয়ে প্রয়াত হন। ১৯৯১ সালে তিনি মরণোত্তর ভারতরত্ন সম্মান পান। তিনি ছিলেন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী।

গৌরকিশোর ঘোষের প্রয়াণ দিবস

গৌরকিশোর ঘোষের প্রয়াণ দিবস : ২০০০ সালের ১৫ ডিসেম্বর। সাংবাদিক গৌরকিশোর ঘোষের প্রয়াণ দিবস। ২০০০ সালের আজকের দিনে গৌরকিশোর ঘোষ মৃত্যুবরণ করেন। সাংবাদিক হিসেবে তিনি ছিলেন নির্ভীক। জরুরি অবস্থাকলীন অবস্থায় নির্ভীক সাংবাদিকতার কারণে তিনি কারারুদ্ধ হন। তিনি রেমন ম্যাগসেসে সহ আরও অনেক পুরস্কার লাভ করেছিলেন।

সতীদাহ প্রথা রদ হয়

সতীদাহ প্রথা রদ হয় : The custom of Sati was abolished ১৮২৯ সালের চার ডিসেম্বর সতীদাহ প্রথা রদ হয়। ১৮২৯ সালের আজকের দিনে তৎকালীন গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং আইন করে এই প্রথা বন্ধ করে দেন। সতীদাহ বিরোধী আইন প্রণয়নে উইলিয়াম বেন্টিংকে সাহায্য করেছিলেন রাজা রামমোহন রায় এবং উইলিয়াম কেরি।

🔰 তারিখ অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 মাস অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

🔰 বছর অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে