পোস্টগুলি

২২ তারিখ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বিখ্যাত : তথ্য। তারিখ। মাস। বছর। বিষয়। ব্যক্তি খুঁজুন :

আম্পায়ার ডিকি বার্ড-এর প্রয়াণ দিবস

আম্পায়ার ডিকি বার্ড-এর প্রয়াণ দিবস ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর। আম্পায়ার ডিকি বার্ড -প্রয়াত হন ইয়র্নিকশায়ারে নিজের বাড়িতে। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর পুরো নাম হ্যারল্ড ডেনিস বার্ড । আন্তর্জাতিক ক্রিকেটে তিনি মোট ৬৬টি টেস্ট এবং ৬৯টি ওয়ান ডে ম্যাচে আম্পায়ারিং করেছেন। ১৯৭৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং করেছেন। তাঁর পরিচালনায় উল্লেখযোগ্য ম্যাচ হল ১৯৮৩ সালে লর্ডসে ভারতের প্রথমবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া। ১৯৯৬ সালে লোডসে ভারত ইংল্যান্ডের যে টেস্ট ম্যাচে সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়ের অভিষেক হয়েছিল সেখানেও তিনি আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন।

গুরু নানকের প্রয়াণ দিবস

গুরু নানকের প্রয়াণ দিবস : Death Anniversary of Guru Nanak ১৫৩৯ সালের ২২ সেপ্টেম্বর। গুরু নানকের প্রয়াণ দিবস । ১৫৩৯ সালের আজকের দিনে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক প্রায়ত হন। গুরু নানক মারা যান বয়স ৭০ বছর বয়সে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত কর্তারপুর অঞ্চলে। বর্তমানে এটি পাকিস্তানে অবস্থিত। শিখ ধর্মের দশম গরুদের মধ্যে তিনি ছিলেন প্রথম গুরু । তাঁর বাণী সম্বলিত গ্রন্থের নাম ‘ গ্রন্থ সাহেব ’। এটাই শিখ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ।

মনসুর আলী খান পতৌদির প্রয়াণ দিবস

মনসুর আলী খান পতৌদির প্রয়াণ দিবস : Death anniversary of Mansoor Ali Khan Pataudi ২০১১ সালের ২২ সেপ্টেম্বর। ক্রিকেটার মানসুর আলী খান পতৌদির প্রয়াণ দিবস। ২০১১ সালের আজকের দিনে তিনি প্রয়াত হন। তাঁর অধিনায়কত্বেই ভারত বিদেশে প্রথম টেস্ট সিরিজ যেতে। তিনি ৪৬ টি টেস্ট ম্যাচ খেলে ২৭৯৩ রান করেছিলেন।

শম্ভু মিত্রের জন্মদিন

শম্ভু মিত্রের জন্মদিন : Shambhu Mitra's Birthday ১৯১৫ সালের ২২ আগস্ট। শম্ভু মিত্রের জন্মদিন। তিনি ছিলেন বাংলা তথা ভারতীয় নাট্যজগতের এক কিংবদন্তি নাট্য ব্যক্তিত্ব, স্বনামধন্য আবৃত্তিশিল্পী ও চলচ্চিত্র অভিনেতা। ১৯৩৯ সালে তিনি বাণিজ্যিক নাট্যমঞ্চে যোগ দেন। পরে ভারতীয় গণনাট্য সংঘের সদস্য হন। ১৯৪৮ সালে মনোরঞ্জন ভট্টাচার্যে র নেতৃত্বে গড়ে তোলেন নাট্যসংস্থা বহুরূপী । ১৯৪৯ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত বহুরূপীর প্রযোজনায় রবীন্দ্রনাথ ঠাকুর, সফোক্লিস, হেনরিক ইবসেন, তুলসী লাহিড়ী এবং অন্যান্য বিশিষ্ট নাট্যকারের রচনা তার পরিচালনায় মঞ্চস্থ হয়।  শম্ভু মিত্রের স্ত্রী তৃপ্তি মিত্র ও কন্যা শাঁওলী মিত্রও স্বনামধন্য মঞ্চাভিনেত্রী। শাঁওলি মিত্রের নাট্যসংস্থা পঞ্চম বৈদিকের সঙ্গে আমৃত্যু যুক্ত ছিলেন শম্ভু মিত্র। তাঁর পরিচালনায় উল্লেখযোগ্য নাটকগুলি হল নবান্ন , দশচক্র , রক্তকরবী , রাজা অয়দিপাউস ইত্যাদি। তাঁর রচিত নাটকের মধ্যে চাঁদ বণিকের পালা সর্বাপেক্ষা উল্লেখযোগ্য। ১৯৭৬ সালে নাটক ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য তাঁকে ম্যাগসেসে পুরস্কার ও ভারত সরকারের পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়। ১৯৪৮ সালে শম্ভু ...

🔰 তারিখ অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 মাস অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

🔰 বছর অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে