পোস্টগুলি

আগস্ট লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বিখ্যাত : তথ্য। তারিখ। মাস। বছর। বিষয়। ব্যক্তি খুঁজুন :

মেলবোর্ন শহরের প্রতিষ্ঠা দিবস

মেলবোর্ন শহরের প্রতিষ্ঠা দিবস ১৮৩৫ সালের ৩০ আগস্ট। মেলবোর্ন শহরের প্রতিষ্ঠা দিবস। আজকের দিনে অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বে ইয়ারা নদীর তীরে অবস্থিত এই শহরটি ভিক্টোরিয়া প্রদেশের রাজধানী। বর্তমান শহরটির জনসংখ্যা ১২ লক্ষের উপরে। 

কবি তরু দত্তের প্রয়াণ দিবস

কবি তরু দত্তের প্রয়াণ দিবস : Death anniversary of poet Taru Dutta ১৮৭৭ সালের ৩০ আগস্ট। কবি তরু দত্ত প্রয়াত হন কলকাতায়। তিনি ইংরেজি ও ফরাসি ভাষায় বহু সাহিত্য রচনা করেছেন। লা জার্নাল, বিয়াঙ্কা ইত্যাদি তার উল্লেখযোগ্য উপন্যাস। 

কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস

কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস : Death anniversary of Kazi Nazrul Islam ১৯৭৬ সালে ২৯ আগস্ট। কাজী নজরুল ইসলামের মৃত্যু দিন। বিংশ শতাব্দীর অন্যতম প্রধান বাঙালি কবি, উপন্যাসিক, নাট্যকার ও সংগীতজ্ঞ। তিনি তাঁর ২৩ বছরের সাহিত্য জীবনে সৃষ্টি করেছেন অসংখ্য কবিতা, প্রায় ৪ হাজার গান, তিনটি উপন্যাস, ১৯টি ছোটগল্প এবং পাঁচটি প্রবন্ধের বই। সাহিত্যকর্মে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতিতে পেয়েছেন জগৎতারিণী পদক, ভারত সরকারের পক্ষ থেকে পেয়েছেন পদ্মভূষণ সম্মান (১৯৬০)। বাংলাদেশ সরকারের তরফে দেওয়া হয়েছে একুশে পদক (১৯৭৫) এবং স্বাধীনতা পুরস্কার (১৯৭৭)। সাহিত্য ও রাজনৈতিক কর্মকান্ড বিদ্রোহী চেতনা ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) কেবল বাংলা সাহিত্যেরই নন, সমগ্র বাঙালি জাতিসত্তার একটি প্রেরণার নাম। তিনি ছিলেন একাধারে কবি , সঙ্গীতজ্ঞ , ঔপন্যাসিক , সাহিত্যিক , সাংবাদিক এবং রাজনৈতিক কর্মী । তাঁর সাহিত্য ও জীবনাচরণ বিদ্রোহ, সাম্য, প্রেম ও মানবতার অপূর্ব সমন্বয় ঘটিয়েছে, যা তাঁকে এনে দিয়েছে ‘ বিদ্রোহী কবি ’ এবং ‘ জাতীয় কবি ’ (বাংলাদেশ) এর অভিধা। সাহিত্যিক জীবন:  ১) বৈপ্লবিক পরিবর্তনের স্রষ্টা : নজর...

মাইকেল জ্যাকসনের জন্মদিন

মাইকেল জ্যাকসনের জন্মদিন Michael Jackson's birthday ১৯৫৮ সালের ২৯ আগস্ট। মাইকেল জ্যাকসনের জন্মদিন। তিনি ‘ কিং অফ পপ ’ নামে বিশ্ব বিখ্যাত। তাঁর কৃতিত্বের ঝুলিতে রয়েছে ১৫ টি গ্রামী অ্যাওয়ার্ড এবং ২৯ টি গিনেস বিশ্বরেকর্ড । তাঁর জনপ্রিয় অ্যালবামগুলির মধ্যে অন্যতম হল ‘ থ্রিলার ’, ‘ অফ দা ওয়াল ’, ‘ ব্যাড ’, ইত্যাদি।

হকি খেলোয়াড় ধ্যান চাঁদের জন্মদিন

হকি খেলোয়াড় ধ্যান চাঁদের জন্মদিন Hockey player Dhyan Chand's birthday ১৯০৫ সালের ২৯ আগস্ট। ‘ হকির জাদুকর ’ নামে পরিচিত ধ্যানচাঁদ জন্মগ্রহণ করেন এলাহাবাদ শহরে। তিনটি অলিম্পিক গেমসে তিনি স্বর্ণপদক লাভ করেন। ১৯৫৬ সালে পান পদ্মভূষণ পুরস্কার। তাঁর জন্মদিনটি জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হয় প্রতিবছর।

ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যানের জন্মদিন

ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যানের জন্মদিন : Donald George Bradman's Birthday ১৯০৮ সালের ২৭ আগস্ট। ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যান জন্মগ্রহণ করেন। দ্যা ডন নামে তিনি বিশেষভাবে পরিচিত। ৫২ টি টেস্ট খেলেছেন এবং ৬৯৯৬ রান করেছেন। তার ব্যাটিংয়ের গড় হল ৯৯.৯৪ শতাংশ। এর মধ্যে ২৯ টি শতরান রয়েছে।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড প্রকাশিত হয় কবে?

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড প্রকাশিত হয় কবে? When was the Guinness Book of World Records published? ১৯৫৫ সালের ২৭ আগস্ট। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস প্রথম প্রকাশিত হয়। লন্ডন থেকে ১৯৮ পাতার বই আকারে এটি প্রথম প্রকাশিত হয়। বর্তমানে ১০০ টি দেশে ২৩ টি ভাষায় এটি প্রকাশিত হয়।

‘পথের পাঁচালী’ সিনেমা মুক্তি পায়

‘পথের পাঁচালী’ সিনেমা মুক্তি পায় : The movie 'Pather Panchali' was released  ১৯৫৫ সালের ২৬ আগস্ট। সত্যজিৎ রায় পরিচালিত ‘পথের পাঁচালী’ মুক্তি পায়। ছবিটি ১৯৫৫ সালে জাতীয় পুরস্কার ও ১৯৫৬ সালে কান চলচ্চিত্র উৎসবে বেস্ট হিউম্যান ডকুমেন্ট হিসেবে পুরস্কৃত হয়।

মাদার টেরেসার জন্মদিন

মাদার টেরেসার জন্মদিন : ১৯১০ সালের ২৬ আগস্ট। মাদার টেরেসার জন্মদিন। ১৯৫০ সালের ৭ অক্টোবর তিনি কলকাতায় প্রতিষ্ঠা করেন ‘ মিশনারিজ অফ চ্যারিটি ’। ১৯৭৯ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান।

অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস

অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস : Death anniversary of actor Joy Banerjee ২০২৫ সালের ২৫ আগস্ট। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।

বিজ্ঞানী রাধাগোবিন্দ কর জন্মগ্রহণ করেন

বিজ্ঞানী রাধাগোবিন্দ কর জন্মদিন Scientist Radha Govinda Kar's birthday ১৮৫২ সালের ২৩ আগস্ট। রাধাগোবিন্দ কর জন্মগ্রহণ করেন। তিনি ক্যালকাটা স্কুল অফ মেডিসিনের সহ প্রতিষ্ঠাতা ছিলেন। ১৯১৮ সালে তাঁর মৃত্যুর পর এর নাম রাখা হয় আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল।

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বাজারজাত করা হয়

‘ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব’(www ) বাজারজাত করা হয় : The World Wide Web is marketed ১৯৯১ সালের ২৩ আগস্ট। জেনেভার সার্ন কোম্পানি সর্বপ্রথম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web) বাজারে নিয়ে আসে। ১৯৮৯ সালে ব্রিটিশ কম্পিউটার বিশেষজ্ঞ টিম বার্নার্স লি এটি তৈরি বা আবিষ্কার করেছিলেন। এটি মূলত ওয়েব ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করা ইন্টারলিঙ্কড হাইপারটেক্সট ডকুমেন্টগুলোর একটি গ্লোবাল সিস্টেম। ওয়েবকে প্রায়শই "দ্য ওয়েব" বলা হয়। এটি ইন্টারনেট ব্যবহার করে তথ্য আদান-প্রদান করতে পারে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web) : ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW বা W3) হল একটি বৈশ্বিক তথ্য ব্যবস্থা যেখানে ডকুমেন্টগুলো হাইপারটেক্সট বা হাইপারমিডিয়া হিসেবে সংরক্ষিত থাকে এবং ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত করা যায়। এটি ইন্টারনেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বহুল ব্যবহৃত পরিসেবা। WWW-এর ইতিহাস : আবিষ্কারক:  স্যার টিম বার্নার্স-লি (Tim Berners-Lee) ১৯৮৯ সালে CERN (ইউরোপীয় নিউক্লিয়ার রিসার্চ অর্গানাইজেশন) গবেষণাগারে এটি প্রস্তাব করেন। প্রথম ওয়েবসাইট: ১৯৯১ সালে CERN-এ চালু হয়, যার ঠিকানা ছিল h...

শম্ভু মিত্রের জন্মদিন

শম্ভু মিত্রের জন্মদিন : Shambhu Mitra's Birthday ১৯১৫ সালের ২২ আগস্ট। শম্ভু মিত্রের জন্মদিন। তিনি ছিলেন বাংলা তথা ভারতীয় নাট্যজগতের এক কিংবদন্তি নাট্য ব্যক্তিত্ব, স্বনামধন্য আবৃত্তিশিল্পী ও চলচ্চিত্র অভিনেতা। ১৯৩৯ সালে তিনি বাণিজ্যিক নাট্যমঞ্চে যোগ দেন। পরে ভারতীয় গণনাট্য সংঘের সদস্য হন। ১৯৪৮ সালে মনোরঞ্জন ভট্টাচার্যে র নেতৃত্বে গড়ে তোলেন নাট্যসংস্থা বহুরূপী । ১৯৪৯ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত বহুরূপীর প্রযোজনায় রবীন্দ্রনাথ ঠাকুর, সফোক্লিস, হেনরিক ইবসেন, তুলসী লাহিড়ী এবং অন্যান্য বিশিষ্ট নাট্যকারের রচনা তার পরিচালনায় মঞ্চস্থ হয়।  শম্ভু মিত্রের স্ত্রী তৃপ্তি মিত্র ও কন্যা শাঁওলী মিত্রও স্বনামধন্য মঞ্চাভিনেত্রী। শাঁওলি মিত্রের নাট্যসংস্থা পঞ্চম বৈদিকের সঙ্গে আমৃত্যু যুক্ত ছিলেন শম্ভু মিত্র। তাঁর পরিচালনায় উল্লেখযোগ্য নাটকগুলি হল নবান্ন , দশচক্র , রক্তকরবী , রাজা অয়দিপাউস ইত্যাদি। তাঁর রচিত নাটকের মধ্যে চাঁদ বণিকের পালা সর্বাপেক্ষা উল্লেখযোগ্য। ১৯৭৬ সালে নাটক ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য তাঁকে ম্যাগসেসে পুরস্কার ও ভারত সরকারের পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়। ১৯৪৮ সালে শম্ভু ...

গোষ্ঠ পালের জন্মদিন

গোষ্ঠ পালের জন্মদিন : The birthday of Goshta Pal ১৮৯৬ সালের ২০ আগস্ট। ফুটবলার গোষ্ঠ পালের জন্মদিন। ১৬ বছর বয়স থেকে তিনি মোহনবাগান দলের ফুটবল খেলোয়াড় হিসেবে খেলোয়ার জীবন শুরু করেন। ১৯২৪ সালে তিনি ভারতের জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন নির্বাচিত হন।

ভারতের স্বাধীনতা দিবস

ভারতের স্বাধীনতা দিবস ১৯৪৭ সালের ১৫ আগস্ট। ভারতের স্বাধীনতা দিবস (Independence Day)। ভারতের স্বাধীনতা দিবস হল জাতীয় গৌরব, সংগ্রাম ও আত্মত্যাগের প্রতীক। ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস, যা প্রতি বছর ১৫ই আগস্ট তারিখে পালন করা হয়। ১৯৪৭ সালের এই দিনে ভারত ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়ে পূর্ণ স্বাধীনতা অর্জন করে। এই দিনটি ভারতের ইতিহাসে একটি নতুন যুগের সূচনা করে এবং এটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি ভারতীয়ের জন্য গর্ব ও আনন্দের দিন। স্বাধীনতা দিবসের ইতিহাস * দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম:  ভারতের স্বাধীনতা একদিনে অর্জিত হয়নি। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দীর্ঘ দুই শতাধিক বছর ধরে বহু সংগ্রাম, আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে ভারত তার স্বাধীনতা অর্জন করে। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে মহাত্মা গান্ধীর নেতৃত্বে অহিংস আন্দোলন, সুভাষ চন্দ্র বসুর সশস্ত্র সংগ্রাম, এবং অন্যান্য অসংখ্য বিপ্লবীর আত্মত্যাগ এই স্বাধীনতার পথ প্রশস্ত করে। * ভারত ছাড়ো আন্দোলন:  ১৯৪২ সালে মহাত্মা গান্ধীর ‘ভারত ছাড়ো’ আন্দোলনের ডাক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক বিশাল গণজাগরণ সৃষ্টি করে। গান...

বের্টল্ট ব্রেখট-এর মৃত্যুদিন

বের্টল্ট ব্রেখট-এর মৃত্যুদিন বা প্রয়াণ দিবস : Bertolt Brecht's death anniversary ১৯৫৬ সালের ১৪ আগস্ট। বের্টল্ট ব্রেখট-এর মৃত্যুদিন বা প্রয়াণ দিবস। আজকের দিনে ৫৮ বছর বয়সে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি একজন জনপ্রিয় এবং পৃথিবীর বিখ্যাত নাট্যকার। তাঁর রচিত নাটকগুলির সবচেয়ে জনপ্রিয় নাটকগুলি হল ‘ দ্য থ্রি পেনি অপেরা ’, ‘ দ্য মাদার ’, ‘ লাইফ অফ গ্যালিলিও ’ ইত্যাদি।

পাকিস্তানের স্বাধীনতা দিবস

পাকিস্তানের স্বাধীনতা দিবস পাকিস্তান কেন ১৪ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে? Pakistan Independence Day ১৯৪৭ সালের ১৪ আগস্ট। পাকিস্তানের স্বাধীনতা দিবস । এই দিন ‘ ব্রিটিশ ভারত ’ ভাগ হয়ে ‘ পাকিস্তান’ নামে একটি নতুন রাষ্ট্রের জন্ম হয় বলে পাকিস্তানের নাগরিকগণ মনে করেন। সেদিন লর্ড মাউন্টব্যাটেন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহকে শপথ বাক্য পাঠ করান। এই দিনটি পাকিস্তানের জনগণ গভীর দেশপ্রেম ও উৎসাহের সাথে উদযাপন করে। স্বাধীনতা দিবসের ইতিহাস ▪️ পাকিস্তান আন্দোলন: ১৯৪০-এর দশকে মোহাম্মদ আলী জিন্নাহ -এর নেতৃত্বে মুসলিম লীগ একটি স্বতন্ত্র মুসলিম রাষ্ট্রের জন্য জোরদার আন্দোলন শুরু করে। এই আন্দোলনের মূল ভিত্তি ছিল ‘ দ্বিজাতি তত্ত্ব ’, যা অনুযায়ী হিন্দু ও মুসলমান দুটি ভিন্ন জাতি এবং তাদের জন্য দুটি ভিন্ন রাষ্ট্র থাকা উচিত। ▪️ ক্ষমতা হস্তান্তর: ১৯৪৭ সালের ৩রা জুন ব্রিটিশ সরকার ‘ মাউন্টব্যাটেন পরিকল্পনা ’ ঘোষণা করে, যেখানে ব্রিটিশ ভারত বিভাজন এবং ‘ ভারত ’ ও ‘ পাকিস্তান ’ নামে দুটি পৃথক রাষ্ট্রের সৃষ্টি করার কথা বলা হয়। এই পরিকল্পনা অনুযায়ী, ব্রিটিশ ভারতের মুসলিম সংখ্যাগর...

শোয়েব আক্তারের জন্মদিন

শোয়েব আক্তারের জন্মদিন Shoaib Akhtar's birthday ১৯৭৫ সালের ১৩ আগস্ট। ক্রিকেটার শোয়েব আক্তারের জন্মদিন। তিনি একজন পাকিস্তানি ক্রিকেটার। ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির বোলারদের অন্যতম। ঘন্টায় তার বলের গতি ১৬১.৩ কিলোমিটার। ক্রিকেট বলের এই গতির রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেননি। 

শ্রীদেবীর জন্মদিন

শ্রীদেবীর জন্মদিন Sridevi's birthday ১৯৬৩ সালের ১৩ আগস্ট। অভিনেত্রী শ্রীদেবীর জন্মদিন। শ্রীদেবীর আসল নাম আম্মা ইয়াঙ্গার আয়াপন। তিনি পাঁচবার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। একবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১৩ সালে পান পদ্মশ্রী পুরস্কার।

STFI-এর প্রতিষ্ঠা দিবস

 STFI-এর প্রতিষ্ঠা দিবস Foundation Day of the School Teachers’ Federation of India ২০০০ সালের ১২ আগস্ট। স্কুল টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা দিবস। আজ STFI ২৫ তম প্রতিষ্ঠা দিবস। আজকের দিনে ২০০০ সালে কলকাতায় এবিটিএ এবং এবিপিটিএর নেতৃত্ব সর্বভারতীয় স্তরের গনতান্ত্রিক, প্রগতিশীল শিক্ষক সংগঠনগুলোকে নিয়ে বৃহত্তর শিক্ষক আন্দোলন গড়ে তুলতে এই সংগঠন টি গড়ে তোলা হয়। স্কুল টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া (STFI) হল ভারতের একটি বিশিষ্ট শিক্ষক ইউনিয়ন। এটি একটি জাতীয় স্তরের সংগঠন যা স্কুল শিক্ষকদের স্বার্থের প্রতিনিধিত্ব করে এবং শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য কাজ করে। এই সংগঠনের প্রথম সভাপতি হয়েছিলেন এবিপিটিএর সাধারণ সম্পাদক কমরেড ডি রামা রেড্ডি এবং সাধারণ সম্পাদক হন এ বি টিএ র কম. তুষার পঞ্চানন। প্রাদেশিক শিক্ষক সংগঠনগুলো যেমন নিজেদের রাজ্যে শিক্ষা আন্দোলন করে চলেছে, তেমনি আবার কেন্দ্রীয়ভাবে এসটিএফআই-এর ছাতার তলায় এক সাথে কেন্দ্রিয় সরকারের গনবিরোধী কার্যকলাপ ও শিক্ষানীতির বিরুদ্ধে সংগ্রাম সংগঠিত করে চলেছে।  ইতিমধ্যে নয়া জাতীয় শিক্ষা নীতি ২০২০, নয়া পেনশন নীতি, সরকারের অস্থায়ী কর্মচার...

🔰 তারিখ অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 মাস অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

🔰 বছর অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে