রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু দিবস
রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু দিবস ১৯৩০ সালের ২৩ শে মে। ভারতের প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ ও ইতিহাসবিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় ৪৫ বছর বয়সে কলকাতার কালীঘাটে মারা যান। ১৯২২ সালে তিনি আবিষ্কার করেন ভারতীয় নগর সভ্যতার অন্যতম নিদর্শন সিন্ধু সভ্যতা । এই সভ্যতার প্রধান কেন্দ্র মহেঞ্জোদারো তাঁর নেতৃত্বেই আবিষ্কৃত হয়। রাখালদাস বন্দ্যোপাধ্যায় ১৮৮৫ সালের ১২ এপ্রিল মুর্শিদাবাদের বহরমপুরে জন্মগ্রহণ করেন। ১৯১০ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কলকাতায় অবস্থিত ‘ ইন্ডিয়ান মিউজিয়ামে’ তিনি তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে ভারতের প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণে যোগদান করেন। রাখালদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় প্রত্নতত্ত্ববিদ, ইতিহাসবিদ, এবং অভিলেক বিশেষজ্ঞ। তবে আমরা যেটা বেশিরভাগ মানুষই জানি না, তা হল তিনি একজন সাহিত্যিকও । তিনি তাঁর মাত্র ৪৫ বছর জীবনের মধ্যে বেশ কিছু সাহিত্য কীর্তি রেখে গেছেন। তিনি বাংলা ও ইংরেজি ভাষা মিলিয়ে প্রায় ১৪ টি তথ্য সমৃদ্ধ গ্রন্থ রচনা করেছেন। এছাড়া নয়টি উপন্যাস এবং ৩০০রও বেশ...