পোস্টগুলি

২৩ মে লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বিখ্যাত : তথ্য। তারিখ। মাস। বছর। বিষয়। ব্যক্তি খুঁজুন :

রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু দিবস

রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু দিবস ১৯৩০ সালের ২৩ শে মে। ভারতের প্রখ্যাত  প্রত্নতত্ত্ববিদ ও ইতিহাসবিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়  ৪৫ বছর বয়সে কলকাতার কালীঘাটে মারা যান। ১৯২২ সালে তিনি আবিষ্কার করেন ভারতীয় নগর সভ্যতার অন্যতম নিদর্শন সিন্ধু সভ্যতা । এই সভ্যতার প্রধান কেন্দ্র মহেঞ্জোদারো তাঁর নেতৃত্বেই আবিষ্কৃত হয়।  রাখালদাস বন্দ্যোপাধ্যায় ১৮৮৫ সালের ১২ এপ্রিল মুর্শিদাবাদের বহরমপুরে জন্মগ্রহণ করেন। ১৯১০ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কলকাতায় অবস্থিত ‘ ইন্ডিয়ান মিউজিয়ামে’  তিনি তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে ভারতের প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণে যোগদান করেন। রাখালদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় প্রত্নতত্ত্ববিদ, ইতিহাসবিদ, এবং অভিলেক বিশেষজ্ঞ। তবে আমরা যেটা বেশিরভাগ মানুষই জানি না, তা হল তিনি একজন সাহিত্যিকও । তিনি তাঁর মাত্র ৪৫ বছর জীবনের মধ্যে বেশ কিছু সাহিত্য কীর্তি রেখে গেছেন। তিনি বাংলা ও ইংরেজি ভাষা মিলিয়ে প্রায় ১৪ টি তথ্য সমৃদ্ধ গ্রন্থ রচনা করেছেন। এছাড়া নয়টি উপন্যাস এবং ৩০০রও বেশ...

🔰 তারিখ অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 মাস অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

🔰 বছর অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে