আফরিন জাবি’র ইংলিশ চ্যানেল জয়

আফরিন জাবি’র ইংলিশ চ্যানেল জয় : আফরিন জাবি’র ইংলিশ চ্যানেল জয় Afrin Jabi’s crosses the English Channel ২০২৫ সালের ২৯ জুলাই। আফরিন জাবি ’র ইংলিশ চ্যানেল জয় করেন। মেদিনীপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীর অদম্য জেদ , একাগ্রতা , ইচ্ছাশক্তি , সেইসঙ্গে শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা তাঁর এই জয়ের মূল চালিকাশক্তি। এই শক্তিকে সঙ্গী করেই বিশ্বের অন্যতম কঠিন ও বিপদসংকুল জলপথ ইংলিশ চ্যানেল সফলভাবে অতিক্রম করলেন তিনি। পশ্চিম মেদিনীপুর জেলা সুইমিং অ্যাসোসিয়েশনে র সাধারণ সম্পাদক শান্তনু ঘোষ বললেন, ‘‘গর্বের মুহূর্ত! অখণ্ড মেদিনীপুরের বুকে এক নতুন ইতিহাস সৃষ্টি হল। সাহসিনী আফরিন দুর্গম ইংলিশ চ্যানেল জয় করেছেন। ওঁর সময় লেগেছে ১৩ ঘন্টা ৪৫ মিনিট।’’ মেদিনীপুর শহরের ২১ বছরের মেয়ে আফরিন যাবি। বর্তমানে মেদিনীপুর কলেজের সমাজবিজ্ঞানের ছাত্রী। ছোটবেলা থেকেই তিনি মেদিনীপুর সুইমিং ক্লাবে সাঁতারের প্রশিক্ষণ নেন। সাঁতারু হিসেবে তাঁর ঝুলিতে রয়েছে একাধিক সাফল্য। ‘ইংলিশ চ্যানেল’-কে পাখির চোখ করে দীর্ঘদিন ধরেই অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন এই তরুণী। অবশেষে তিনি পেলেন সাফল্য। অবিভক্ত মেদিনীপুর জেলা তো বটে...