পোস্টগুলি

ইংলিশ চ্যানেল জয় লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

আফরিন জাবি’র ইংলিশ চ্যানেল জয়

ছবি
আফরিন জাবি’র ইংলিশ চ্যানেল জয় : আফরিন জাবি’র ইংলিশ চ্যানেল জয় Afrin Jabi’s crosses the English Channel ২০২৫ সালের ২৯ জুলাই। আফরিন জাবি ’র ইংলিশ চ্যানেল জয় করেন। মেদিনীপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীর অদম্য জেদ , একাগ্রতা , ইচ্ছাশক্তি , সেইসঙ্গে শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা তাঁর এই জয়ের মূল চালিকাশক্তি। এই শক্তিকে সঙ্গী করেই বিশ্বের অন্যতম কঠিন ও বিপদসংকুল জলপথ ইংলিশ চ্যানেল সফলভাবে অতিক্রম করলেন তিনি। পশ্চিম মেদিনীপুর জেলা সুইমিং অ্যাসোসিয়েশনে র সাধারণ সম্পাদক শান্তনু ঘোষ বললেন, ‘‘গর্বের মুহূর্ত! অখণ্ড মেদিনীপুরের বুকে এক নতুন ইতিহাস সৃষ্টি হল। সাহসিনী আফরিন দুর্গম ইংলিশ চ্যানেল জয় করেছেন। ওঁর সময় লেগেছে ১৩ ঘন্টা ৪৫ মিনিট।’’ মেদিনীপুর শহরের ২১ বছরের মেয়ে আফরিন যাবি। বর্তমানে মেদিনীপুর কলেজের সমাজবিজ্ঞানের ছাত্রী। ছোটবেলা থেকেই তিনি মেদিনীপুর সুইমিং ক্লাবে সাঁতারের প্রশিক্ষণ নেন। সাঁতারু হিসেবে তাঁর ঝুলিতে রয়েছে একাধিক সাফল্য। ‘ইংলিশ চ্যানেল’-কে পাখির চোখ করে দীর্ঘদিন ধরেই অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন এই তরুণী। অবশেষে তিনি পেলেন সাফল্য।  অবিভক্ত মেদিনীপুর জেলা তো বটে...

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে