আফরিন জাবি’র ইংলিশ চ্যানেল জয়

আফরিন জাবি’র ইংলিশ চ্যানেল জয় :

আফরিন জাবি’র ইংলিশ চ্যানেল জয়

Afrin Jabi’s crosses the English Channel

২০২৫ সালের ২৯ জুলাই। আফরিন জাবি’র ইংলিশ চ্যানেল জয় করেন। মেদিনীপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীর অদম্য জেদ, একাগ্রতা, ইচ্ছাশক্তি, সেইসঙ্গে শারীরিক সক্ষমতামানসিক দৃঢ়তা তাঁর এই জয়ের মূল চালিকাশক্তি। এই শক্তিকে সঙ্গী করেই বিশ্বের অন্যতম কঠিন ও বিপদসংকুল জলপথ ইংলিশ চ্যানেল সফলভাবে অতিক্রম করলেন তিনি। পশ্চিম মেদিনীপুর জেলা সুইমিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শান্তনু ঘোষ বললেন, ‘‘গর্বের মুহূর্ত! অখণ্ড মেদিনীপুরের বুকে এক নতুন ইতিহাস সৃষ্টি হল। সাহসিনী আফরিন দুর্গম ইংলিশ চ্যানেল জয় করেছেন। ওঁর সময় লেগেছে ১৩ ঘন্টা ৪৫ মিনিট।’’

মেদিনীপুর শহরের ২১ বছরের মেয়ে আফরিন যাবি। বর্তমানে মেদিনীপুর কলেজের সমাজবিজ্ঞানের ছাত্রী। ছোটবেলা থেকেই তিনি মেদিনীপুর সুইমিং ক্লাবে সাঁতারের প্রশিক্ষণ নেন। সাঁতারু হিসেবে তাঁর ঝুলিতে রয়েছে একাধিক সাফল্য। ‘ইংলিশ চ্যানেল’-কে পাখির চোখ করে দীর্ঘদিন ধরেই অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন এই তরুণী। অবশেষে তিনি পেলেন সাফল্য। 

অবিভক্ত মেদিনীপুর জেলা তো বটেই, বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলার এবং মেদিনীপুর শহরের একমাত্র প্রাচীনতম ‘মেদিনীপুর সুইমিং ক্লাবে’র সাঁতারু আফরিন জাবি। গত বুধবার ৯ই জুলাই সন্ধ্যায় আফরিন ইংলিশ চ্যানেল পার হওয়ার লক্ষ্য নিয়ে ইউরোপের উদ্দেশ্যে রওয়ানা দেন।

আজ, ২৯ জুলাই ২০২৫ মঙ্গলবার, ইংল্যান্ডের স্থানীয় সময় রাত্রি ৩:৪৫ (ভারতীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে)  নাগাদ তিনি ইংলিশ চ্যানেল অতিক্রমের লক্ষ্যে ডোভার (ইংল্যান্ড) থেকে যাত্রা শুরু করেন। উদ্দেশ্য নর্দান ফ্রান্সের উপকূলে পৌঁছানো। অর্থাৎ সাঁতরে ইংলিশ চ্যানেল পার হওয়া। ডোভার থেকে উত্তর ফ্রান্সের ক্যাপ-গ্রিস-নেজ় পর্যন্ত (ডোভার প্রণালী) প্রায় ৩৪ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে তাঁর সময় লেগেছে প্রায় ১৩ ঘন্টা ৪৫ মিনিট।

ইংলিশ চ্যানেল (দীর্ঘ ৫৬২কিমি), যা ফ্রান্স ও ইংল্যান্ডকে জলভাগ দিয়ে পৃথক করেছে। বিশ্ববিখ্যাত এই চ্যানেল অতিক্রম করা, যেকোনো সাঁতারুর কাছে এক স্বপ্নের সাফল্য। এটা শুধু একজন ব্যক্তির সাফল্য নয়, গোটা মেদিনীপুর শহর ও সমগ্র দেশের জন্য এক ঐতিহাসিক ও গৌরবময় মুহূর্ত।

১৯১১ সালের ২৯ শে জুলাই আজকের দিনে মোহনবাগান ক্লাব খালি পায়ে ব্রিটিশদের হারিয়ে ফুটবলের ইতিহাসে নাম লিখিয়েছিল। আজ, ঠিক সেই দিনে ভারত তথা বাংলার মুখ উজ্জ্বল করল সাহসী সাঁতারু আফরিন জাবি। সে প্রমাণ করলো, মানুষ চাইলে অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে।

আফরিনের বাবা শেখ পিয়ার আলী বলেন, বলেন, ‘জলের তাপমাত্রা ছিল মাত্র ১১ ডিগ্রি। লক্ষ্যে পৌঁছনোর পরে সামান্য অসুস্থ হয়ে পড়েন আফরিন। তবে সঙ্গে সঙ্গেই বোটে থাকা চিকিৎসকরা তাঁর দেখভাল করেন। এখন ও সম্পূর্ণ সুস্থ।’ — বলেন মেয়ের জন্য উচ্ছ্বসিত পিয়ার আলী।

আফরিনকে শুভেচ্ছা জানিয়েছেন জেলাশাসক খুরশিদ আলি কাদেরি, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া, বিধায়ক সুজয় হাজরা, পৌরপ্রধান সৌমেন খান সহ আরও অনেকে। প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৮৯ সালে এই ইংলিশ চ্যানেল সাঁতরে ‘জয়’ করেছিলেন হুগলির কন্যা বুলা চৌধুরী

------------xx----------- 

মন্তব্যসমূহ

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

🔰 তথ্য তালাশ : জনপ্রিয় ব্যক্তি ও বিষয়গুলো দেখুন:

উসেইন বোল্ট, ১০০ মিটার দৌড়ে রেকর্ড

শুভাংশু শুক্লার মহাকাশ পাড়ি

ভারতের জাতীয় প্রতীকের নকশাকার

প্রথম ক্রিকেট বিশ্বকাপ

মার্টিন লুথার কিং জুনিয়ার-এর জন্মদিন

আন্তর্জাতিক সাইকেল দিবস

জ্যোতি বসুর মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম শপথ গ্রহণ

বিরসা মুন্ডার মৃত্যুদিন

চে গেভারার জন্মদিন

মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজীর রাজ্যভিষেক

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে