আফরিন জাবি’র ইংলিশ চ্যানেল জয়
আফরিন জাবি’র ইংলিশ চ্যানেল জয় :
![]() |
আফরিন জাবি’র ইংলিশ চ্যানেল জয় |
Afrin Jabi’s crosses the English Channel
আজ, ২৯ জুলাই ২০২৫ মঙ্গলবার, ইংল্যান্ডের স্থানীয় সময় রাত্রি ৩:৪৫ (ভারতীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে) নাগাদ তিনি ইংলিশ চ্যানেল অতিক্রমের লক্ষ্যে ডোভার (ইংল্যান্ড) থেকে যাত্রা শুরু করেন। উদ্দেশ্য নর্দান ফ্রান্সের উপকূলে পৌঁছানো। অর্থাৎ সাঁতরে ইংলিশ চ্যানেল পার হওয়া। ডোভার থেকে উত্তর ফ্রান্সের ক্যাপ-গ্রিস-নেজ় পর্যন্ত (ডোভার প্রণালী) প্রায় ৩৪ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে তাঁর সময় লেগেছে প্রায় ১৩ ঘন্টা ৪৫ মিনিট।
ইংলিশ চ্যানেল (দীর্ঘ ৫৬২কিমি), যা ফ্রান্স ও ইংল্যান্ডকে জলভাগ দিয়ে পৃথক করেছে। বিশ্ববিখ্যাত এই চ্যানেল অতিক্রম করা, যেকোনো সাঁতারুর কাছে এক স্বপ্নের সাফল্য। এটা শুধু একজন ব্যক্তির সাফল্য নয়, গোটা মেদিনীপুর শহর ও সমগ্র দেশের জন্য এক ঐতিহাসিক ও গৌরবময় মুহূর্ত।
১৯১১ সালের ২৯ শে জুলাই আজকের দিনে মোহনবাগান ক্লাব খালি পায়ে ব্রিটিশদের হারিয়ে ফুটবলের ইতিহাসে নাম লিখিয়েছিল। আজ, ঠিক সেই দিনে ভারত তথা বাংলার মুখ উজ্জ্বল করল সাহসী সাঁতারু আফরিন জাবি। সে প্রমাণ করলো, মানুষ চাইলে অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে।
আফরিনের বাবা শেখ পিয়ার আলী বলেন, বলেন, ‘জলের তাপমাত্রা ছিল মাত্র ১১ ডিগ্রি। লক্ষ্যে পৌঁছনোর পরে সামান্য অসুস্থ হয়ে পড়েন আফরিন। তবে সঙ্গে সঙ্গেই বোটে থাকা চিকিৎসকরা তাঁর দেখভাল করেন। এখন ও সম্পূর্ণ সুস্থ।’ — বলেন মেয়ের জন্য উচ্ছ্বসিত পিয়ার আলী।
আফরিনকে শুভেচ্ছা জানিয়েছেন জেলাশাসক খুরশিদ আলি কাদেরি, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া, বিধায়ক সুজয় হাজরা, পৌরপ্রধান সৌমেন খান সহ আরও অনেকে। প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৮৯ সালে এই ইংলিশ চ্যানেল সাঁতরে ‘জয়’ করেছিলেন হুগলির কন্যা বুলা চৌধুরী।
------------xx-----------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন