পোস্টগুলি

যুদ্ধ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ভারত পাকিস্তান যুদ্ধ

ভারত পাকিস্তান যুদ্ধ : India-Pakistan War ১৯৬৫ সালের ৫ আগস্ট। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়। প্রায় ৩০ হাজার পাকিস্তানি সেনা লাইন অফ কন্ট্রোল পেরিয়ে ভারতে প্রবেশ করে এর ফলে ভারত পাকিস্তান যুদ্ধের সূত্রপাত ঘটে। সেপ্টেম্বর পর্যন্ত এই যুদ্ধ চলে ছিল।

ইরান ইসরাইল যুদ্ধ শুরু

ইরান ইসরাইল যুদ্ধ শুরু Iran-Israel war begins ২০২৫ সালের ১৩ জুন । ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হয়। যুদ্ধ শুরু করে একতরফাভাবে ইজরাইল। ‘ অপারেশন রাইজিং লায়ন’ নাম দিয়ে ইজরাইলি ডিফেন্স ফোর্স  এবং তাদের গুপ্তচর সংস্থা মোসাদ ইরানের রাজধানী তেহরান সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক ও অসামরিক ক্ষেত্রে আক্রমণ শুরু করে। ইজরায়েলের এই আকস্মিক হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী এবং বিভিন্ন বিভাগের শীর্ষ মেলেটারি কর্মকর্তা মারা যান। সেই সঙ্গে মারা যান অনেক সাধারণ ইরানি নাগরিক। ইরান ইসরাইল যুদ্ধের প্রত্যক্ষ কারণ : যুদ্ধের কারণ, ইসরাইলের মতামত : এই যুদ্ধের কারণ হিসেবে ইজরাইলের তরফে বলা হয়  ১) ইরান পরমাণু বোমা তৈরীর খুব কাছাকাছি চলে এসেছে। তাকে আটকাতে না পারলে ইসরাইল এবং পশ্চিম এশিয়ার নিরাপত্তা বিঘ্নিত হবে।  ২) হামাস এবং ইসরাইলের মধ্যে যে সংঘাত চলছে তাতে মদদ যোগাচ্ছে ইরান। তাই ইসরাইলের স্বার্থে ইরানের বিরুদ্ধে আক্রমণ চালানো তাদের কাছে অত্যন্ত জরুরি। ৩) জাতিসংঘের নেতৃত্বে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি ইরানের পারমাণবিক শক্তি কেন্দ্র গুলি পরিদর্শনে বাঁধার স...

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে