জাক দেরিদার প্রয়াণ দিবস
জাক দেরিদার প্রয়াণ দিবস : Jacques Derrida's death anniversary ২০০৪ সালের ৯ অক্টোবর। জ্যাক দেরিদার প্রয়াণ দিবস। ২০০৪ সালের আজকের দিনে তিনি অগ্নাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। প্যারিসের একটি হাসপাতালে অস্ত্রোপাচারের সময় তিনি মারা যান। তার সম্পূর্ণ নাম জ্যাক এলি দেরিদা। জ্যাক দেরিদা একজন ফরাসি আলজেরীয় দার্শনিক। তিনি বিনির্মাণের দর্শনের (Philosophy of Deconstruction) বিকাশ ঘটানোর জন্য খ্যাতি অর্জন করেছিলেন। তিনি তাঁর বেশ কয়েকটি গ্রন্থে তাঁর এই দার্শনিক ভাবনা ব্যবহার করে সাড়া ফেলে দিয়েছিলেন। ফার্দিনান্দ ডি সসুরের ভাষাতত্ত্ব এবং হুসারলিয়ান ও হাইডেগারিয়ান ঘটনাবিদ্যার ঘনিষ্ঠ পাঠের মাধ্যমে তাঁর এই দর্শনতত্ত্ব বিকশিত হয়েছিল। তিনি উত্তর-কাঠামোবাদ এবং উত্তর-আধুনিক দর্শনের সাথে যুক্ত প্রধান ব্যক্তিত্বদের একজন। যদিও তিনি উত্তর-কাঠামোবাদ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন এবং ‘উত্তর-আধুনিকতা’ শব্দটি অস্বীকার করেছিলেন।