চিনের স্বাধীনতা দিবস
চিনের স্বাধীনতা দিবস : China’s Independence Day ১৯৪৯ সালের ১ অক্টোবর। চিনের স্বাধীনতা দিবস। যদিও চিন এই দিনটিকে জাতীয় দিবস হিসেবে উদযাপন করে। আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী চিনের জাতীয় দিবস। চিনে এটি একটি সরকারি ছুটির দিন, যা প্রতি বছর ১ অক্টোবর গণপ্রজাতন্ত্রী চিনের জাতীয় দিবস হিসেবে পালিত হয়, যা ১৯৪৯ সালের ১ অক্টোবর মাও সেতুংয়ের গণপ্রজাতন্ত্রী চীন (People’s Republic of China) প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণার স্মরণে পালিত হয় । চীনের গৃহযুদ্ধে চীনা কমিউনিস্ট পার্টির বিজয়ের ফলে কুওমিনতাং তাইওয়ানে পশ্চাদপসরণ করে এবং চীনা কমিউনিস্ট বিপ্লব সংঘটিত হয় যার ফলে গণপ্রজাতন্ত্রী চীন প্রজাতন্ত্রের স্থলাভিষিক্ত হয়। আরও পড়ুন : চিনের বিজয় দিবস