তেলেঙ্গানা রাজ্য গঠন
তেলেঙ্গানা রাজ্য গঠন Formation of Telangana State ২০১৪ সালের ২রা জুন। এই দিন গঠিত হয় তেলেঙ্গানা রাজ্য। অন্ধ্রপ্রদেশের ১০ টি জেলা নিয়ে এই রাজ্য গঠিত হয়। রাজধানী হয় হায়দ্রাবাদ। বর্তমানে ৩৩ টি জেলা রয়েছে এই রাজ্যে। সাংস্কৃতিক স্বতন্ত্র ও স্বায়ত্তশাসনের লক্ষ্যে পৃথক রাজ্যের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালানোর পর ২০১৪ সালে তেলেঙ্গানা রাজ্যের আত্মপ্রকাশ। তেলেঙ্গানা রাজ্য গঠন ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ২০১৪ সালে অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে পৃথক হয়ে তেলেঙ্গানা ভারতের ২৯তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। এর পটভূমি ও তাৎপর্য নিম্নরূপ: পটভূমি: 1. ঐতিহাসিক বিভাজন: তেলেঙ্গানা ঐতিহাসিকভাবে হায়দ্রাবাদ রাজ্যের অংশ ছিল, যা ১৯৪৮ সালে ভারতীয় ইউনিয়নে যোগ দেয়। ১৯৫৬ সালে রাজ্য পুনর্গঠন আইনের মাধ্যমে হায়দ্রাবাদ রাজ্যের তেলুগুভাষী অঞ্চল (তেলেঙ্গানা) অন্ধ্রপ্রদেশের সাথে যুক্ত হয়। এই একত্রীকরণের শর্ত ছিল ‘ জেন্টলমেন্স এগ্রিমেন্ট’ , যাতে তেলেঙ্গানার স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু তা কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি। 2. অসন্তোষ ও আন্দোলন: ত...