পোস্টগুলি

প্রয়াণ দিবস লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বিখ্যাত : তথ্য। তারিখ। মাস। বছর। বিষয়। ব্যক্তি খুঁজুন :

বল্লভভাই প্যাটেলের প্রয়াণ দিবস

বল্লভভাই প্যাটেলের প্রয়াণ দিবস : Vallabhbhai Patel's death anniversary ১৯৫০ সালের ১৫ ডিসেম্বর। সর্দার বল্লভভাই প্যাটেলে র প্রয়াণ দিবস। ১৯৫০ সালের আজকের দিনে তিনি মুম্বাইয়ে প্রয়াত হন। ১৯৯১ সালে তিনি মরণোত্তর ভারতরত্ন সম্মান পান। তিনি ছিলেন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী।

গৌরকিশোর ঘোষের প্রয়াণ দিবস

গৌরকিশোর ঘোষের প্রয়াণ দিবস : ২০০০ সালের ১৫ ডিসেম্বর। সাংবাদিক গৌরকিশোর ঘোষের প্রয়াণ দিবস। ২০০০ সালের আজকের দিনে গৌরকিশোর ঘোষ মৃত্যুবরণ করেন। সাংবাদিক হিসেবে তিনি ছিলেন নির্ভীক। জরুরি অবস্থাকলীন অবস্থায় নির্ভীক সাংবাদিকতার কারণে তিনি কারারুদ্ধ হন। তিনি রেমন ম্যাগসেসে সহ আরও অনেক পুরস্কার লাভ করেছিলেন।

শশী কাপুরের প্রয়াণ দিবস

শশী কাপুরের প্রেম দিবস : Shashi Kapoor's death anniversary ২০১৭ সালের ৪ ডিসেম্বর। অভিনেতা শশী কাপুরের প্রয়াণ দিবস। ২০১৭ সালের আজকের দিনে মুম্বাইতে তিনি প্রয়াত হন। তাঁর আসল নাম বলবীর রাজ কাপুর। ১৭৫ টিরও বেশি ছবিতে তিনি অভিনয় করেছেন। ২০১১ সালে পেয়েছেন পদ্মভূষণ পুরস্কার। ২০১৪ তিনি সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন।

দেব আনন্দের প্রয়াণ দিবস

অভিনেতা দেব আনন্দের প্রয়াণ দিবস : Dev Anand's death anniversary Dev-Anands-death-anniversary ২০১১ সালের ৩ ডিসেম্বর। অভিনেতা দেব আনন্দের প্রয়াণ দিবস। ২০১১ সালের আজকের দিনে লন্ডনে অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। দেব আনন্দের আসল নাম ধরমদেব পিশোরিমল আনন্দ। ২০০১ সালে পদ্মভূষণ এবং ২০০২ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পান। সমগ্র অভিনয় জীবনে তিনি ১০০ টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। 

সি ভি রমনের প্রয়াণ দিবস

সি ভি রমনের প্রয়াণ দিবস Death anniversary of C. V. Raman ১৯৭০ সালের ২১ নভেম্বর। ভারতীয় পদার্থবিদ সিভি রমণীর প্রয়াণ দিবস। ১৯৭০ সালের আজকের দিনে বেঙ্গালুরুতে তিনি প্রয়াত হন। তাঁর পুরো নাম চন্দ্রশেখর বেঙ্কট রমন। ১৯৩০ সালে তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। এবং ১৯৫৪ সালে পান ভারতরত্ন সম্মান।

সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রয়াণ দিবস

সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রয়াণ দিবস : Sunil Gangopadhyay's death anniversary ২০১২ সালের ২৩ অক্টোবর। সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় ৭৮ বয়সে প্রয়াত হন। অজস্র কবিতা, গল্প ও উপন্যাস ছাড়াও ছোটদের জন্য লিখেছেন কাকাবাবু সিরিজের ৩৬টি কাহিনি। নীললোহিত হল ছদ্মনাম। এই নামে তিনি প্রচুর গল্প ও উপন্যাস লিখেছেন।

বিষেন সিং বেদীর প্রয়াণ দিবস

বিষেন সিং বেদীর প্রয়াণ দিবস : Bishen Singh Bedi’s death anniversary ২০২৩ সালের ২৩ অক্টোবর। বিশেষ সিং বেদীর প্রয়াণ দিবস। ২০২৩ সালের আজকের দিনে ৭৭ বছর বয়সে প্রয়াত হন। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে তিনি ভারতের হয়ে ৬৭ টি ম্যাচে ২০৬৬ উইকেট নিয়েছেন। ২২ টি টেস্টে অধিনায়কত্ব করেছেন।

যশ চোপড়ার প্রয়াণ দিবস

যশ চোপড়ার প্রয়াণ দিবস : Yash Chopra's death anniversary ২০১২ সালের ২১ অক্টোবর। ভারতীয় চিত্রপরিচালক যশ চোপড়া প্রয়াত হন। তিনি ছিলেন ভারতীয় মূল ধারার হিন্দি ছবির উল্লেখযোগ্য পরিচালক। ত্রিশূল, কালা পাত্থর, সিলসিলা, লমহে ইত্যাদি তার পরিচালিত বিখ্যাত সিনেমা।

আসরানির প্রয়াণ দিবস

আসরানির প্রয়াণ দিবস : Asrani's death anniversary ২০২৫ সালের ২০ অক্টোবর। হিন্দি সিনেমার প্রখ্যাত কমেডিয়ান চরিত্র অভিনেতা আসরানি প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। বেশ কয়েকদিন ধরে তিনি বার্ধক্য জনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। ৫ দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে প্রায় ৩৫০ টি বেশি ফিল্মে অভিনয় করেছেন। ‘ চলা মুরারি হিরো বননে ’ চলচ্চিত্রে তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেন। এটাই তাঁর একমাত্র সিনেমা যেখানে তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন। অভিমান, মেরে আপনে, কোশিশ, শোলে, ভুলভুলাইয়া, হেরাফেরি, ধামাল, অল দ্যা বেস্ট ইত্যাদি তাঁর জনপ্রিয় সিনেমা। আসরানির পুরো নাম গোবর্ধন আসরানি। ১৯৪১ সালের পয়লা জানুয়ারি রাজস্থানের জয়পুরে সন্ধি হিন্দু পরিবারে তাঁর জন্ম। জয়পুরের সেন্ট জেভিয়ার্স স্কুল হয়ে রাজস্থান কলেজ থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। স্নাতক তরে তার পড়াশোনার বিষয় ছিল অংক ও একাউন্টান্সি। কলেজে পড়াকালীন সময়ে অভিনয়ের নেশা চেপে বসে।  ১৯৬০ থেকে ১৯৬২ সাল পর্যন্ত তিনি প্রখ্যাত থিয়েটার ব্যক্তিত্ব কাল ভাই ঠক্করের কাছে অভিনয় শেখেন। এরপর পুনে ফিল্ম এন্ড টেলিভিশন ইন...

চন্দনদস্যু বীরাপ্পানের মৃত্যুদিন

চন্দনদস্যু বীরাপ্পানের মৃত্যুদিন : Death anniversary of sandalwood bandit Kuj Munisamy Veerappan Death-anniversary-of-sandalwood-bandit-Kuj-Munisamy-Veerappan ২০০৪ সালের ১৮ অক্টোবর। কুখ্যাত চন্দনদস্যু কুজ মুনিসামি বীরাপ্পানের মৃত্যুদিন। ২০০৪ সালের আজকের দিনে তামিলনাড়ুর ধর্মপুরী জেলার পাপ্পারাপাত্তি গ্রামে কে. বিজয় কুমারে র নেতৃত্বাধীন বিশেষ টাস্কফোর্স-এর হাতে নিহত হন।

বিপ্লবী বাঘা যতীনের প্রয়াণ দিবস

বিপ্লবী বাঘা যতীনের প্রয়াণ দিবস : ১৯১৫ সালের ১০ সেপ্টেম্বর। বিপ্লবী বাঘাযতীন প্রয়াত হন। তৎকালীন উড়িষ্যার বালেশ্বর এ ব্রিটিশ বাহিনীর সঙ্গে যুদ্ধে তিনি গুরুতর আহত হন। এবং ১০ ই সেপ্টেম্বর তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র 35 বছর। বাঘা যতীনের প্রকৃত নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়।

জগজিৎ সিং এর প্রয়াণ দিবস

জগজিৎ সিং-এর প্রয়াণ দিবস : Jagjit Singh’s Death Anniversary ২০১১ সালের ১০ অক্টোবর। গজল গায়ক জগজিৎ সিং-এর প্রয়াণ দিবস। ২০১১ সালের আজকের দিনে তিনি ৭০ বছর বয়সে মারা যান। ২০০৩ সালে তিনি পদ্মভূষণ সম্মান পান। পাঞ্জাবি হিন্দি উর্দু ইত্যাদি নানা ভাষায় তিনি গান গেয়েছেন।

জাক দেরিদার প্রয়াণ দিবস

জাক দেরিদার প্রয়াণ দিবস : Jacques Derrida's death anniversary ২০০৪ সালের ৯ অক্টোবর। জ্যাক দেরিদার প্রয়াণ দিবস। ২০০৪ সালের আজকের দিনে তিনি অগ্নাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। প্যারিসের একটি হাসপাতালে অস্ত্রোপাচারের সময় তিনি মারা যান। তার সম্পূর্ণ নাম জ্যাক এলি দেরিদা। জ্যাক দেরিদা একজন ফরাসি আলজেরীয় দার্শনিক। তিনি বিনির্মাণের দর্শনের (Philosophy of Deconstruction) বিকাশ ঘটানোর জন্য খ্যাতি অর্জন করেছিলেন। তিনি তাঁর বেশ কয়েকটি গ্রন্থে তাঁর এই দার্শনিক ভাবনা ব্যবহার করে সাড়া ফেলে দিয়েছিলেন। ফার্দিনান্দ ডি সসুরের ভাষাতত্ত্ব এবং হুসারলিয়ান ও হাইডেগারিয়ান ঘটনাবিদ্যার ঘনিষ্ঠ পাঠের মাধ্যমে তাঁর এই দর্শনতত্ত্ব বিকশিত হয়েছিল। তিনি উত্তর-কাঠামোবাদ এবং উত্তর-আধুনিক দর্শনের সাথে যুক্ত প্রধান ব্যক্তিত্বদের একজন। যদিও তিনি উত্তর-কাঠামোবাদ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন এবং ‘উত্তর-আধুনিকতা’ শব্দটি অস্বীকার করেছিলেন।

চে গেভারার মৃত্যুদিন

চে গেভারার মৃত্যুদিন : Che Guevara's death anniversary ১৯৬৭ সালের ৯ অক্টোবর। চে গেভারার প্রয়াণ দিবস। ১৯৬৭ সালের আজকের দিনে তিনি নিহত হন। বলিভিয়ার তৎকালীন প্রেসিডেন্ট রেনে ব্যারিয়েন্তোসের নির্দেশে তাঁকে হত্যা করা হয় বলিভিয়ার ‘ লা হিগুয়েরা ’ গ্রামে। নিহত হওয়ার সময় তাঁর বয়স হয়েছিল ৩৯ বছর।

মাতঙ্গিনী হাজরার শহীদ দিবস

মাতঙ্গিনী হাজরার শহীদ দিবস : Martyrdom Day of Matangini Hazra ১৯৪২ সালের ২৯ সেপ্টেম্বর। স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার শহীদ দিবস। ১৯৪২ সালের আজকের দিনে তিনি পুলিশের গুলিতে প্রাণ হারান। বর্তমান মেদিনীপুরের তমলুক শহরে প্রায় ছয় হাজার মানুষের একটি মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন এই বীরাঙ্গনা নারী। গান্ধীজীর ডাকা ভারত ছাড়ো আন্দোলনের সমর্থনে তিনি এই মিছিলের ডাক দিয়েছিলেন। মিছিল চলাকালীন পুলিশ তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। তিনি শহীদ হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। আরও পড়ুন : মাতঙ্গিনী হাজরার জন্ম, বংশ পরিচয় ও পারিবারিক জীবন। ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমা) অন্তর্গত হোগলা গ্রামে এক দরিদ্র কৃষক পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ১. মুখবন্ধ: স্বাধীনতা সংগ্রামে মাতঙ্গিনী হাজরার স্থান ও মেদিনীপুরের প্রেক্ষাপট ১.১. বাংলার নারী নেতৃত্বের প্রদীপ্ত প্রতীক: পরিচিতি ও ঐতিহাসিক গুরুত্ব মাতঙ্গিনী হাজরা (১৮৬৯/১৮৭০–১৯৪২) ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক ব্যতিক্রমী নারী চরিত্র। তাঁর মানবতাবাদী আদর্শ ও অহিংস আন্দোলনের প্রতি গ...

হেমন্ত মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস

হেমন্ত মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস : Hemant Mukherjee's death anniversary Hemant-Mukherjees-death-anniversary ১৯৮৯ সালের ২৬ শে সেপ্টেম্বর। হেমন্ত মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস। ১৯৮৯ সালের আজকের দিনে তিনি কলকাতায় পরলোক গমন করেন। বাংলা সংগীত জগতের তিনি হলেন কিংবদন্তি সংগীতশিল্পী এবং সংগীত পরিচালক। চলচ্চিত্রে সেরা পুরুষ কণ্ঠশিল্পী হিসেবে তিনি দুবার জাতীয় পুরস্কার পেয়েছিলেন। হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন ।

গুরু নানকের প্রয়াণ দিবস

গুরু নানকের প্রয়াণ দিবস : Death Anniversary of Guru Nanak ১৫৩৯ সালের ২২ সেপ্টেম্বর। গুরু নানকের প্রয়াণ দিবস । ১৫৩৯ সালের আজকের দিনে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক প্রায়ত হন। গুরু নানক মারা যান বয়স ৭০ বছর বয়সে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত কর্তারপুর অঞ্চলে। বর্তমানে এটি পাকিস্তানে অবস্থিত। শিখ ধর্মের দশম গরুদের মধ্যে তিনি ছিলেন প্রথম গুরু । তাঁর বাণী সম্বলিত গ্রন্থের নাম ‘ গ্রন্থ সাহেব ’। এটাই শিখ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ।

মনসুর আলী খান পতৌদির প্রয়াণ দিবস

মনসুর আলী খান পতৌদির প্রয়াণ দিবস : Death anniversary of Mansoor Ali Khan Pataudi ২০১১ সালের ২২ সেপ্টেম্বর। ক্রিকেটার মানসুর আলী খান পতৌদির প্রয়াণ দিবস। ২০১১ সালের আজকের দিনে তিনি প্রয়াত হন। তাঁর অধিনায়কত্বেই ভারত বিদেশে প্রথম টেস্ট সিরিজ যেতে। তিনি ৪৬ টি টেস্ট ম্যাচ খেলে ২৭৯৩ রান করেছিলেন।

সুকুমার রায়ের প্রয়াণ দিবস

সুকুমার রায়ের প্রয়াণ দিবস : ১৯২৩ সালের ১০ সেপ্টেম্বর। সুকুমার রায়ের প্রয়াণ দিবস। ১৯২৩ সালের আজকের দিনে তিনি মাত্র 35 বছর বয়সে প্রয়াত হন। বাংলায় ননসেন্স সাহিত্য তার হাতে পরিপূর্ণ রুপ নেয়। আবোল তাবোল, হ য ব র ল, পাগলা দাশু, চলচ্চিত্তচঞ্চরী তার বিখ্যাত সৃষ্টিগুলির অন্যতম। আরও জানুন : সুকুমার রায়ের জন্মদিন

মাও জে দং-এর প্রয়াণ দিবস

মাও জে দং-এর প্রয়াণ দিবস : ১৯৭৬ সালের ৯ সেপ্টেম্বর। মাও জে দং প্রয়াত হন। তিনি ছিলেন ১৯৪৯ সালের চীন বিপ্লবের প্রধান নেতা। ১৯৪৩ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত তিনি ছিলেন চিনা কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান। তার বামপন্থী তত্ত্ব ‘ মাওবাদ ’ নামে পরিচিত।

🔰 তারিখ অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 মাস অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

🔰 বছর অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে