সালওয়া জুডুম কী
সালওয়া জুডুম কী? What is Salwa Judum? ‘সালওয়া জুডুম’ শব্দটির অর্থ হল ‘শান্তি অভিযান’। এই শব্দটির উৎপত্তি ‘ গোন্ডি ’ নামক একটি আঞ্চলিক ভাষা থেকে। ‘গোন্ডি’ ভাষার স্থানীয় নাম কৈতুর (Koitur)। ‘সালওয়া জুডুম’ কী? ‘সালওয়া জুডুম’ হল একটি শান্তিপূর্ণ আন্দোলন, বাংলায় যার অর্থ দাঁড়ায় জনজাগরণ। এই আন্দোলন গড়ে তুলতে গঠন করা হয়েছিল একটি মিলিশিয়া বাহিনী । ভারতের ছত্তিশগড ে রাজ্যের মাওবাদী দমন অভিযানের অংশ হিসেবে এদের সংগঠিত এবং মোতায়েন করা হয়েছিল। লক্ষ্য ছিল এই অঞ্চলে মাওবাদী তথা নকশালপন্থী কার্যকলাপ বন্ধ করা। স্থানীয় উপজাতি যুবকদের নিয়ে গঠিত এই মিলিশিয়া বাহিনীর কার্যকলাপকে বলা হত ‘শান্তিপূর্ণ আন্দোলন’। নাম দেওয়া হয়েছিল ‘ জনজাগরণ ’। এরা ছত্তিশগড় রাজ্য সরকারের কাছ থেকে সমর্থন এবং প্রশিক্ষণ পেত। পটভূমি : বলা হয়, একদিকে মাওবাদী অন্যদিকে নিরাপত্তা বাহিনীর মধ্যে পড়ে নিরীহ গ্রামবাসীদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল। নিজেদের রক্ষার পথ খুঁজতেই গ্রামবাসীদের একাংশ এই আন্দোলন শুরু করেছিল। কিন্তু কিছুদিন পরে, মুখ্যমন্ত্রী রমন সিং-এর নেতৃত্বে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ...